Gautam Gambhir Press Conference: ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর নিজের প্রথম প্রেস কনফারেন্সে নিজের সাপোর্ট স্টাফদের নিয়ে কথা বলেন। ভারতের ﷽প্রাক্তন অলরাউন্ডার অভিষেক নায়ার এবং নেদারল্যান্ডসের ব্যাটসম্যান রায়ান টেন দুশখাতেকে আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সঙ্গে দেখা যাবে। তাঁরা দুজনেই একটা সময়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে কাজ করা গম্ভীরের সতীর্থ ছিলেন। ২০২৪ সালের আইপিএলে তাঁরা এক সঙ্গে কাজ করেছিলেন। শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন এই দুই নাইট।
গৌতম গম্ভীর বলেছেন শ্রীলঙ্কা সফরের পরই তাঁর সাপোর্ট স্টাফের সম্পূর্ণ বিবরণ জানা যাবে। এদিনের সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর বলেছেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে এই বিষয়টা নিয়ে আমি সত্যিই খুশি। আমি যা চেয়েছি তার বেশিরভাগ বিষয়েই তারা একমত হয়েছে। সাপোর্ট স্টাফরা তাদের মতোই থাকবেন।’ এরপরে তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কা সফরের পরে ব🦋াকি কর্মীদের চূড়ান্ত করা হবে। (আপাতত) সহকারী কোচ হিসাবে অভিষেক এবং রায়ান। টি দিলীপ ফিল্ডিং কোচ হিসাবে কাজ চালিয়ে যাবেন। শ্রীলঙ্কা সফরের অন্তর্বর্তী বোলিং কোচ হিসাবে যাবেন সাইরাজ বাহুতুলে।’
আরও পড়ুন… জাতীয় দলের জন্য নিজের সাপোর্টিং স্টাফকে বে♔ছে নিলেন ভারতের নতুন কোচ মানোলো ম🦄ার্কুয়েজ
এভাবে সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতের নিয়োগ নিশ্চিত করেছেন গৌতম গম্ভীর। তিনি আরও জানান যে সাইরাজ বাহুতুলে এবং টি দিলীপ দলের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে শ্রীলঙ্কা যাবেন। এর আগে শ্রীলঙ্কা সফরে ভারতের বোলিং কোচ হিসাবে গিলদের সঙ্গে গিয়েছিলেন ভারত এবং মুম্বইয়ের প্রাক্তন লেগ-স্পিনিং অলরাউন্ডার সাইরাজ বাহুতুলে। তাঁকে সেই সিরিজেও নিযুক্ত করা হয়েছিল। ছয় ম্যাচের সাদা-বল সিরিজের জন্য টিম ইন্ডিয়ার বোলꦇিং কোচ হিসাবে দায়িত্ব সামলাছিলেন বাহুতুলে।
আরও পড়ুন… ৫৩ বলে অপরাজিত ১০৬ রান! Punjab Kings-এর তারক🃏ার হাত ধরে LPL 2024 চ্যাম্পিয়ন Jaffna Kings
গত তিন বছর ধরে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন সাইরাজ বাহুতুলে। ভারতের ‘এ’ দল এবং টিম ইন্ডিয়ার পূর্ববর্তী প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং এনসিএ চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসাবেও কাজ করেছেন তিনি। সাইরাজ বাহুতুলে, যিনি ভারতের হয়ে ১৯৯৭-২০০৩ সালের মধ্যে দু'টি টেস্ট এবং আটটি ওয়ানডে খেলꦯেছিলেন এবং পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন। ১৮৮টি প্রথম-শ্রেণির ম্যাচে তিনি ৬৩০ উইকেট নিয়েছিলেন এবং ৬১৭৬ রান করেছেন। ভারতের তরুণ স্পিনারদের সঙ্গে ভালো কাজ করেছেন মুম্বইয়ের এই তারকা স্পিনার। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজেও ভারতীয় দলের সঙ্গে ছিলেন সাইরাজ বাহুতুলে।