শুভব্রত মুখার্জি: চলতি বছরেই জুন মাসে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ বিশ্বকাপের অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজে এবার বিশ্বকাপ তো আয়োজন করছেই, পাশাপাশি ꦛএবার ঘরোয়া মরশুমে বেশ ব্যস্ত সূচি রয়েছে তাদের। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের মতো শক্তিশালী তিন ক্রিকেট খেলিয়ে দেশ এই বছরেই আসছে ক্যারিবিয়ান সফরে। মে মাস থেকে শুরু করে ডিসেম্বর মাসের মধ্যেই হবে এই আন্তর্জাতিক সফরগুলো। ফলে বিশ্বকাপ আয়োজনের পরেও যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের চরম ব্যস্ততা থাকবে, তা বলাই যায়।
আরও পড়ুন: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? RCB-এর কাছে 𝓡DC-র হারের পর দিব্যি হাসিমুখে 🐓হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো
বিশ্বকাপের আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। তারা তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। সাবাইনা পার্কে খেলা হবে এই টি-২০ সিরিজের ম্যাচগুলো। এর পর হবে টি-২০ বিশ্বকাপ। তার পর ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবে ক্যারিবিয়ানরা। এই সিরিজ শেষ হয়ে যাওয়ার পরে, ফের ক্যারিবিয়ান সফরে আসবে প্রোটিয়া দল। তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।একটি𝓀 টেস্ট খেলা হবে ত্রিনিদাদ এবং টোবাগোতে। অপরটি খেলা হবে গায়ানাতে। এর পর ত্রিনিদাদ এবং টোবাগোতে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে ক্যারিবিয়ান দল এবং প্রোটিয়ারা। এর পরেই শুরু হবে রিপাবলিক ব্যাঙ্ক ক্যারিবিয়ান প্রিমিয♉়র লিগ।
সিপিএলের পরে সাদা বলের ফর্ম্যাটে সিরিজ খেলতে অক্টোবর মাসে শ্রীলঙ্কাতে যাবে ক্যারিবিয়ান দল। এর পর তারা ঘরের স্বাগত জানাবে ইংল্যান্ড। ৩১ অক্টোবর থেকে শুরু হবে এই সিরিজ। এই সময়ে খেলা হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর পরেই খেলা হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ । এই সিরিজটি খেলা হবে অ্যান্টিগা, বার্বাডোজ এবং সেন্ট লুসিয়াতে। বাংলাদেশ দল তিন ফর্ম্যাটের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ সফরে এসে। ২২ নভেম্বর থেকে শুরু হবে এই সিরিজ। শেষ হবে ১৯ ডিসেম্বর। তারা দু'টি টেস্ট খেলবে অ্যান্টিগা এবং জামাইকাতে। এর পর তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। সেন্ট ভিনসেন্টে এর পর খেলা হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। টেস্ট সিরিজের আগে একটি ওয়ার্ম আপ ম্যাচও খেলবে বাংলাদেশ। ওয়েস𝓰্ট ইন্ডিজ দল তাদের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের চেষ্টা করবে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও গুরুত্বপূর্ণ পয়েন্ট জয়ের দিকেও লক্ষ্য থাকবে ক্যারিবিয়ানদের।