বিশ্বকাপের মাঝেই নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের কথা ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যদিও প্রথাগত ফার্স্ট ক্লাস, লিস্ট-এ অথবা টি-২০ ফর্ম্যাটে নয়। বরং আরও ছ♕োট আকারে। বিশ্বজুড়ে ক্রমশ জসপ্রিয়তা লাভ করা টি-১০ ফর্ম্যাটে নতুন ঘরোয়া লিগ চালু করছে শ্রীলঙ্কা।
ডিসেম্বরেই বসবে শ্রীলঙ্কা বোর্ড আয়োজিত ১০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর। নাম দেওয়া হয়েছে লঙ💙্কা টি-১০। ছেলেদের পাশাপাশি মেয়েদের টি-১০ টুর্নামেন্টও একই সঙ্গে আয়োজন করতে চাইছে শ্রীলঙ্কা বোর্ড। তবে মেয়েদের টুর্নামেন্ট নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
ডিসেম্বরের ১২ থ♔েকে ২৩ পর্যন্ত চলবে টুর্নামেন্টের প্রথম আসর। ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে নভেম্বেরের দ্বিতীয় সপ্তাহে। নিলামের জন্য ক্রিকেটারদের নাম ন⛄থিভুক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্ট আয়োজন করবে টি-১০ স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপের সহযোগিতায়। এই𝓰 ম্যানেজমেন্ট গ্রুপই আবু ধাবꦜি টি-১০ লিগ আয়োজন করে। এদের তত্ত্বাবধানেই আয়োজিত হয় জিম-আফ্রো টি-১০ ও ইউএস মাস্টার্স টি-১০ ইভেন্ট দুটি। জেনে নেওয়া যাক লঙ্কা টি-১০ টুর্নামেন্ট সংক্রান্ত খুঁটিনাটি বিষয়।
কবে শুরু হবে লঙ্কা টি-১০ টুর্নামেন্ট:-
২০২৩ সালের ১২ ডিসেম্বর শুরু হ𒉰বে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন ১০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কা টি-১০।
কবে অনুষ্ঠিত হবে ফাইনাল:-
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলা হবে ২৩ ডিসেম্বর। সুতরাং, ১১ দিন ধরে চলবে লঙ্ꦏকা টি-১০।
কবে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম:-
আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। অর্থাৎ, ওই দিনই দল গড়ে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। নিলামের জন্য ক্রিকেটাররা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন আগামী ৫ নভেম্বর পর্যন্ত। শ্রীলঙ্কার সমস্ত বর্তমান ক্রিকেটারার বোর্ডের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় সরাসরি নিলামে অংশ নিতে পারবেন। তবে ওদেশের প্রাক্তন ক্রিকেটারদের নিলামে অংশ নিতে হলে🐷 নিজে থেকে নাম নথিভুক্ত করাতে হবে।
ক'টি দল অংশ নেবে টুর্নামেন্টে:-
ছেলেদের টুর্নꦐামেন্টে মোট ৬টি দল অংশ নেবে। শ্রীলঙ্কা বোর্ডের বিবৃতি অনুযায়ী ওদেশে ক্রিকেটের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ৬টি শহরের নামে নামকরণ করা হবে🃏 দলগুলির। যদিও টুর্নামেন্টের সব ম্যাচ আয়োজিত হবে কলম্বোয়।