ইডেনের রঞ্জি ম্যাচে পঞ্জাবকে ইনিংসে হারিয়ে ঋদ্ধিমান সাহার বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখল বাংলা। গত ম্যাচে হরিয়ানার কাছ🐎ে বড় হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় ꧂বাংলা দল। কার্যত আধা শক্তির দল নিয়েও পঞ্জাবকে এক ইনিংস ও ১৩ রানে পরাজিত করেন অনুষ্টুপ মজুমদাররা।
ইডেনে রঞ্জির এলিট-সি গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব। তারা নিজেদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৯১ রানে। পঞ্জাব সাকুল্যে ৫৭.২ ওভার ব্যাট করে। লড়াকু শ🤪তরান করেন অনমোল মালহোত্রা। তিনি ১১৪ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন। মারেন ১১টি চার ও ২টি ছক্কা।
বাংলার হয়ে প্রথম ইনিংসে ৬৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন সুরজ জসওয়াল। অভিষেককারী সুমিত মোহ꧟ান্ত ৫৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। মহম্মদ কাইফ ৪১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে বাংলা তাদের প্রথম ইনিংসে তোলে ৩৪৩ রান। তারা ৯২.৪ ওভার ব্যাট করে। নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নেমে 🍨সুরজ জসওয়াল নিজের ফার্স্ট ক্লাস কেরিয়ারের প্রথম শতরান ক🐎রেন। তিনি ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৮৫ বলে ১১১ রান করে আউট হন।
এছাড়া অভিষেক পোড়েল ৯টি বাউন☂্ডারির সাহায্যে ৫৩ বলে ৫২ ꦍরান করে আউট হন। সুমন্ত গুপ্ত ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৯ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন। অনুষ্টুপ মজুমদার ৩২ ও মহম্মদ কাইফ ২৭ রান করেন। খাতা খুলতে পারেননি ঋদ্ধিমান সাহা। পঞ্জাবের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন গুরনূর ব্রার। ৩টি উইকেট নেন সাহিল খান।
প্রথম ইনিংসের নিরিখে ১৫২ রানে পিছিয়ে পড়া পঞ্জাব দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেটের বিনিময়ে ৬৪ রান তোলে। তার পর থেকে খেলতে নেমে পঞ্জাব তৃতীয় দিনের সকালেই নি♕জেদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায়। পঞ্জাবের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৩৯ রানে। মোটে ৩৫.৪ ওভা♌র ব্যাট করে তারা।
দ্বিতীয় ইনিংসে পঞ্জাবের হয়ে ২৫ বলে ৩১ রান করেন ক্যাপ্টেন মায়াঙ্ক মার্কান্ডে। তিনি ৬টি চার মার𒀰েন। ৭৩ বলে ৩০ রান করেন আনমোলপ্রীত সিং। তিনি ৫টি চার মারেন। গুরনূর ব𝓀্রার ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন।
ম্যাচের সেরা সুরজ জসওয়াল
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৪টি উইকেট নেন সুরজ জসওয়াল। ১৩.৪ ওভারে ৬৯ রান খরচ করেন তিনি। সুতরাং, ব্যাট হাতে শতরান করার পাশাপাশি ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৮টিജ উইকেট নেন সুরজ। দ্বিতীয় ইনিংসে সুমিত মোহান্ত ৩টি ও মহম্মদ কাইফ ২টি উইকেট দখল করেন। সঙ্গত কারণেই ম্যাচের সেরা হন সুরজ। তাঁর হাতে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন ঋদ্ধিমান সাহা।