২০২৫ সালের টি-টোয়েন্টি মুম্বই লিগের নিলামে মুম্বইয়ের অনেক খেলোয়াড়ের🎃 উপর প্রচুর টাকা বর্ষণ করা হয়েছে। এই লিগে আইপিএল খেলা খেলোয়াড়রাও বিক্রি হয়েছে মোটা অঙ্কে। বড় কথা হল, এই লিগে সূর্যকুমার যাদব এবং শিবম দুবের মতো খেলোয়াড়দেরও দেখা যাবে। মজার বিষয় হল, এই লিগে রোহিত শর্মার ‘ভাই’-এর উপরও বাজি ধরা হয়েছে। আমরা সিদ্ধেশ লাডের কথা বলছি, যিনি রোহিতের হয়তো রক্তের ভাই নন, কিন্তু ছোটবেলা থেকেই রোহিতের সঙ্গে রয়েছেন। আসলে সিদ্ধেশ লাড রোহিত শর্মার কোচ দীনেশ লাডের ছেলে। রোহিত শৈশবে দীনেশ লাডের বাড়িতে থাকতেন এবং সিদ্ধেশ ও রোহিত একসঙ্গে ক্রিকেটের প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন।
সিদ্ধেশ লাড কত টাকা পেয়েছেন?
সিদ্ধেশ লাড ২০২৫ সালের আইপিএলে খেলার সুযোগ পাননি, কিন্তু তাঁকে ২০২৫ সালের টি-টোয়েন্টি মুম্বই লিগে খেলতে দেখা যাবে। সিদ্ধেশকে কিনে নিয়েছে এমএসসিএম রয়্যালস। সিদ্ধেশ লাডের জন্য তিনটি দলের মধ্যে লড়াই হয়েছিল। প্রথমে ঈগল থানে স্ট্রাইকার্স এবং আর্কস আ🌱ন্ধেরির মধ্যে শুরু হয়েছিল লড়াই। কিন্তু শেষ পর্যন্ত এমএসসিএম রয়্যালস জিতেছে। সিদ্ধেশকে ১০.২৫ লক্ষ টাকায় কিনে নিয়েছে তারা।
আরও পড়ুন: IPL-এ বিরাট রেকর্ড গড়লেন স্কাই, সচিনের নজির চুরমার করে ইতিহাস লিখলেন MI ব্যাটা♊র
সিদ্ধেশ লাডের ক্যারিয়ার
সিদ্ধেশ লাড দীর্ঘ দিন ধরে মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। তবে তিনি এখন মুম্বই ছেড়ে গোয়ায় নাম লিখিয়েছেন। গোয়া দলের হয়েই এখন খেলেন সিদ্ধেশ। তিনি ৭৪টি প্রথম শ্রেণীর ম্যাচে ১০টি সেঞ্চুরির সাহায্যে ৪৮৪৯ রান করেছেন। লিস্ট এ-তে তাঁর নামে ৪১-এর বেশি গড়ে ১৩৯৫ রান রয়েছে। তবে সিদ্ধেশ লাডের টি-টোয়েন্টি রেকর্ড বিশেষ ভালো নয়✅। তিনি ৪৯ ইনিংসে ২২.৯০ গড়ে ৯৩৯ রান করেছেন এবং তাঁর স্ট্রাইক রেট ১২০-এরও কম। সিদ্ধেশ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটি ম্যাচও খেলেছেন, যেখানে তিনি মাত্র ১৫ রান করতে সক্ষম হয়েছিলেন।
টি-টোয়েন্টি মুম্বই লিগে এই খেলোয়াড়দের উপরও বড় বাজি ধরা হয়েছিল
টি-টোয়েন্টি মুম্বই লিগের নিলামে মুশির খানকে ১৫ লক্ষ টাকায় কিনেছে আর্কস আন্ধেরি। চেন্নাই সুপার কিং🍬সের খেলোয়াড় আয়ুষ মাত্রে ১৪.৭৫ লক্ষ টাকায় কিনেছে ট্রাম্ফ নাইটস মুম্বই নর্থ-ইস্ট। কেকেআরের আংকৃশ রঘুবংশী পেয়েছেন ১৪ লাখ টাকা। তাঁকে কিনেছে সোবো মুম্বই ফ্যালকনস। আর এই লিগে স𝐆বচেয়ে বেশি পরিমাণে অর্থ পেয়েছেন অথর্ব আঙ্কোলেকার, যাঁকে ১৬.২৫ লক্ষ টাকায় কিনে নিয়েছে ঈগল থানে স্ট্রাইকার্স।