আইপিএল ২০২৪-এর ফাইনালে যে দুটো দল একে অপরের মুখোমুখি হয়েছিল অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স, সেই দুই দলের কোনও ক্রিকেটারই টিম ইন্ডিয়ার প্রধান ১৫ জনের দলে জায়গা পায়নি। অর্থাৎ যে দল টিম ইন্ডিয়ার জার্সি গায়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল তাদ🉐ের কেউই আইপিএল ২০২৪ ফাইনালে খেলেননি। আর এই বিষয়টা সামনে রেখেই ভারতীয় দলকে নিয়ে মজা করলেন ওয়াসিম আক্রম।
কী বললেন ওয়াসিম আক্রম?
রিঙ্কু সিং কেকেআর স্কোয়াডের অংশ ছিলেন, কিন্তু আইসিসি টুর্নামেন্টের জন্য রিজার্ভ দলে তাঁর নাম রাখা হয়েছে। এই বিষয়ে স্পোর্টসকিড়ার ক্রিকেটের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম ভারতীয় দলকে কটাক্ষ করেন। ওয়াসিম আক্রম বলেন, ‘আচ্ছা, এখন অন্তত তাদের কাউকেই বলতে হবে না যে তারা ক্লান্ত। ত🐽ারা আগে থেকেই চিন্তা করছিল, ফাইনালে পৌঁছে কী লাভ, বেশি গুরুত্বপূর্ণ হল আমরা দেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলব। এটা অবশ্য ভারতীয় দলের জন্য একটা আশীর্বাদ হতে পারে।’
আরও পড়ুন… ভিডিয়ো: KKR জিতেছে কিন্তু আমাদের কথা সবাই বলছে- SRH-এর 💖ছেলেদের উৎসাহ দিলেন কর্ণধার কাব্য
ওয়াসিম আক্রম আরও বলেন, ‘আমরা শেষ শোতে আলোচনা করেছিলাম যে আমি উদ্বিগ্ন ছিℱলাম যে তারা ক্লান্ত হবে এবং তারা ক্লান্ত হবে। এতে কোন সন্দেহ নেই। এমনকি আমেরিকাও তাদের পথ নয়। যদি আমি মনে করি আমি মনে করি যে পাকিস্তানের প্রথম ম্যাচ। ডালাস এখন সেখানে গিয়ে 𓃲খেলবে, এক বা দুটি অনুশীলন ম্যাচ ভালো হবে, আমার মনে হয় এটা টি-টোয়েন্টি, ছেলেরা ভালো থাকবে, আজকাল ফিটনেসের স্তর অনেক বেশি হয়েছে।’
আরও পড়ুন… অরেঞ্জ🃏 ক্যাপ দিয়ে আইপিএল ট্রফি জেতা যায় না- ফের RCB ও ব💧িরাট কোহলিকে খোঁচা দিলেন অম্বাতি রায়ডু!
২০২১ সালের বিশ্বকাপে কী হয়েছিল-
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই নিউইয়র্কে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। অনুশীলনের অংশ হিসেবে ১ জুন নাসাউ কাউন্টিতে বাংলাদেশের মুখোমুখি হ🍎বে তারা। ২০২১ সালে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আইপিএল ফাইনালের পর সরাসরি সংযুক্ত আরব আমির শাহিতে উড়ে গিয়েছিল। কিন্তু প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিল। তবে এবারে তারা শিরোপা জয়ের জন্য তারা আশাবাদী।
আরও পড়ুন… গিল নয়, ভারতী💖য় দলের অধিনায়ক হওয়ার জন্য এগিয়ে শ্রেয়স- KKR ক্যাপ্টেনকে নিয়ে প্রাক্তনীর ভবিষ্যদ্বাণী
কেমন ছিল ফাইনাল ম্য়াচ-
অবশেষে রবিবার শেষ হল আইপিএল ২০২৪। কলকাতা নাইট রাইডার্স চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আট উইকেটে জিতে এই মরশুমে শিরোপা জিতেছে। SRH দ্বারা দেওয়া ১১৪ রান লক্ষ্য তাড়া করতে নেমে, KKR ১০.৩ ওভারে ২ উইকেট হারিয়ে তুলে দেয়। কেকেআর-এর হয়ে বেঙ্কটেশ আইয়ার ২৬ 💫বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন। প্রাথমিকভাবে, কেকেআর ১৮.৩ ওভারে SRH কে ১১৩ রানে সীমাবদ্ধ করে দেয়। আন্দ্রে রাসেল তিনটি উইকেট এবং মিচেল স্টার্ক ও হর্ষিত রানা যথাক্রমে দুটি করে উইকেট নেন।