জল্পনা শুরু হয়েছিল আইপিএল ২০২৪-এর আগে থেকেই। শ্রীলঙ্𝓡কা সফরে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার আগে সেই জল্পনা আরও জোরালো করলেন রোহিত শর্মা। বরং বলা ভালো যে, হিটম্যান মুচকি হাসিতেই সিলমোহর দিয়ে দিলেন জল্পনায়।
আইপিএল ২০২৪-এর আগে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন নিযুক্ত করে। বিষয়টা যে মোটেও ভাল🐽োভাবে নেননি হিটম্যান, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। হার্দিকের নেতৃত্বে মুম্বই আইপিএল ২০২৪-এ চূড়ান্ত হতাশাজনক পারফর্ম্যান্স উপহার দেয়। অন্যদিকে ভারতকে টি-২০ বিশ্♊বকাপ জিতিয়ে রোহিত বুঝিয়ে দেন যে, এখনও তাঁর ক্রিকেট মস্তিষ্ক রয়েছে ক্ষুরধার।
আইপিএল ২০২৪-এর পরেই রোহিতের আচরণে ইঙ্গিত মেলে যে, নতুন ইন্ডিয়ান প্রিমিয়র লিগ মরশুমে দল বদলাতে পারেন তিনি। রোহিতকে একান্তে আলোচনা করতে দেখা যায় লখনউ সুপার জায়া✱ন্টসের মালিক গোয়েঙ্কার সঙ্গে। এমনকি কেকেআরের সঙ্গেও রোহিতের যোগাযোগ রয়েছে বলে গুঞ্জন শোনা যায়।
এই মুহূর্তে ভারতীয় ক্রিটেকমহলের চর্চায় রয়েছে পরবর্তী আইপিএল নিলাম। এবারের মেগা নিলামে কতজন ক𓆏্রিকেটারকে ধরে 🎃রাখা যাবে, কারা কারা দল বদলাতে পারেন, প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে চায়ের কাপে তুফান উঠছে। সেই চর্চাটায় নতুন মাত্রা যোগ করেন রোহিত।
ভারতীয় দল এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য শ্রীলঙ্কায় রয়েছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-র আগে রোহিত যখন অনুশ🉐ীলনে নামেন, তখন এক শ্রীলঙ্কান ক্রিকেটপ্রেমীর মন্তব্যে ইঙ্গতবহ প্রতিক্𒐪রিয়া দেখা যায় রোহিতের মধ্যে।
স্ট্য🐻ান্ড থেকে সংশ্লিষ্ট ক্রিকেটপ্রেমী বলে ওঠেন যে, ‘রোহিত শর্মা, এবার আর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নয়।’ এমন মন্তব্য শুনে উপস্থিত সকলকেই হাসতে দেখা যায়। রোহিত শর্মা মুচকি হাসিতে বুঝিয়ে দেন যে, সম্ভবত খুব ভুল বলছেন না সেই অনুরাগী। বিশেষ করে নেটিজেনরা এমন ইঙ্গিতবহ হাসিকেই রোহিতের সম্মতি বলে ধরে নিচ্ছেন।
রোহিত শর্মা ভারতকে বিশ্বকাপ জিতিয়েই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন। রোহিতের ছেড়ে যাওয়া চেয়ারে বসার জন্য ফেভারিট ছিলেন হার্দিক পান্ডিয়া, যাঁর কাছে হিটম্যানকে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি খোয়াতে হয়। তবে শেষমেশ হার্দিককে টপকে ভ💟ারতের টি-২🎶০ ক্যাপ্টেন্সি হাতে পেয়ে যান সূর্যকুমার যাদব।