পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের ভরাডুবির মাঝে একমাত্র উজ্জ্বল ওয়াশিংটন সুন্দর। তিনি এই টেস্টে ২ ইনিংস মিলিয়ে ১১৫ রান দিয়ে মোট ১১টি উইকেট নেন। এমন পারফরম্যান্সের পর তাঁকে নিজেদের দলে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে IPL ফ্র্যাঞ্চাইজিগুলো। IPL-এর এক সূত্রে জানা যাচ্ছে, সম্ভবত সুন্দরকে রিটেন করছে না সানরাইজার্স হায়দরাবাদ। তাই তﷺাঁকে পেতে আগ্রহী গুজরাট টাইটান্স, চেন্না💦ই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এবছর RTM কার্ড ফিরিয়ে আনা হচ্ছে অকশনে। ফলে সানরাইজার্স চাইলে তাঁকে অকশনে তুলে নিতে পারবে। এবছর বল হাতে IPL-এ খুব একটা সুযোগ পাননি এই ক্রিকেটার। মাত্র ২টি ম্যাচ খেলেছিলেন। যেখানে তিনি ৫ ওভার বল করে ৭৩ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন। সেই কারণেই মনে হচ্ছে সানরাইজার্স হয়তো আরটিএম ব্যবহার করবে না সুন্দরের জন্য।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর পরিস্থিতি পুরো আলাদা। সুন্দরের দুরন্ত বোলিং দেখে এখন অনেক দলই তাঁকে পেতে চাইবে এই বিষয়ে সন্দেহ নেই। এই ক্রিকেটার ভারতের হয়ে ৩ ফরম্যাটেই ক্রিকেট খেলেছেন। সুন্দর দেশের হয়ে এখনও পর্যন্ত ৫২টি টি-২০ ম্যাচ খেলছেন। উইকেট নিয়েছেন ৪৭টি, ইকোনমি রেট ৬.৮৭। ব্যাটিং পরিসংখ্যান যদিও খুব একটা ভালো না। ভারতের হয়ে ২২টি ওডিআই ম্যাচ খেলেছেন তিনি। যেখানে উইকেট পেয়েছেন ২৩টি। অন্যদিকে টেস্ট ক্রিকেটে মাত্র ৫টি ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন সুন্দর। IPL🍌-এ ওয়াশিংটন সুন্দর মোট ৬০টি ম্যাচ খেলেছেন। উইকেট পেয়েছেন ৩৭টি, ইকোনমি রেট ৭.৫৪।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর সিরিজের জন্য ভারতীয় দলে নাম রয়েছে তাঁর। ২০১৭ সালে IPL-এ প্রথম খেলতে দেখা যায় তাঁকে। প্রথম দিকে ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে বোলিংয়ে জোর দেন তিনি। রাইসিং পুণে সুপার জায়ান্টের হয়ে প্রথম IPL খেলেন সুন্দর। ২০১৭ মরশুমে এই দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছিলেন তি෴নি। যেখানে ৮টি উইকেট নিয়েছিলেন, ইকোনমি রেট ৬.১৬। সুন্দর তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে থাকেন। ২০১৬-১৭ মরশুমে রঞ্জি ট্রফিতে তাঁর অভিষেক হয়েছিল।
সম্প্রতি এক খবর প্রকাশিত হয়, যেখানে বলা হয় ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর যখন লখনউ সুপার জায়ান্টের মেন্টর ছিলেন তখন থেকেই এই অলরাউন্ডারের উপর নজর ছিল তাঁর। গম্ভীর 🌠মনে করেন, সুন্দরকে সেইভাবে ব্যবহার করা হয়নি এতদিন। তাই পুণেতে ভারতীয় দলে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেন সওুন্দর।