নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও হার ভারতের, ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলেন কিউয়িরা। ঘরের মাঠে টানা ১৮ সিরিজ জয়ের পর হারের মুখ দেখলেন রোহিত শর্মারা। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ৮ উইকেটে জয়ের পর, পুণেতে ১১৩ রানে দ্বিতীয় টেস্ট জিতল নিউজিল্যান্ড। স্বভাবতই এই জয়ের পরে বেশ খুশি অধিনায়ক টম লাথাম।🅠 এদিন ম্যাচের শেষে টম বলেন, ‘এটা স্পষ্টতই একটি বিশেষ অনুভূতি। সিরিজ জিতে খুবই গর্বিত। এটি একটি দলীয় প্রচেষ্টার ফল। এই টেস্টটি সঠিক সময়ে প্রতিটি পদক্ষেপের একটি স্পষ্ট উদাহরণ ছিল। খুব স্পেশাল একটা দিন। আপনি যখন এখানে আসবেন, তখন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা সব সময় এখানে এগিয়ে থাকতে চেয়েছিলাম এবং মিচ স্যান্টনার যেভাবে প্রথম ইনিংসে বোলিং করেছিল, তা সত্যিই দুর্দান্ত ছিল। প্রথম ও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেছে ও’।
ভারতে খেলতে আসার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজিত হয়েছিল নিউজিল্যান্ড। সেই বিষয়ে বলতে গিয়💛ে কিউয়ি অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমরা শ্রীলঙ্কায় খুব একটা খারাপ খেলিনি। আমরা ফলাফল একপা💛শে সরিয়ে রেখে যদি দেখি, তাহলে লক্ষ্য করব আমরা অনেক ভালো খেলা খেলেছিলাম। আমরা আমাদের বেসিক জিনিসগুলোর উপর ফোকাস করেছিলাম’।
পুণেতে নিউজিল্যান্ডের স্পিনারদের দাপট দেখে মনেই হচ্ছিল সিরিজ তারাই জিতে নেবে। বারবার স্যান্টনারদের ঘূর্ণি সামলাতে ব্যর্থ হচ্ছিল রোহিত-বিরাটরা। দ্বিতীয় দিনের শেষেই অনেকটা স্পষ্ট হয়ে গেছিল ফলাফল। এই বিষয়ে টম লাথাম বলেন, ‘দ্বিতীয় দিনের শেষে আমরা পজিটিভ ছিলাম। কালকের খেলার শেষে আমরাই চালকের আসনে ছিলাম। সকালে রান পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। যেইভাবে গ্লেন ফিলিপস এদিন ব্যাট করেছে তা প্রশংসার দাবি রাখে। ভারত কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছিল। তবে আমরা উইকেট পাই সময় মতো। মাঝের সেশনে খেলা জমে উঠেছিল। তবে শুধু মিচেল নয়, বল হাতে গ্লেন এবং আজাজও গুরুত্বপূর্ণ ভূমিকা♋ পালন করেছে জয়ের জন্য। শেষ ৩ উইকেটে নিতে সময় লাগলেও, এটা বেশ মজার লড়াই ছিল’।
উল্লেখ্য, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। সেখানেই প্রথম ২ টেস্টে পরাজিত হল রোহিতরা। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পর সমর্থকরা নিউজিল্যান্ড সিরিজ নিয়েও বেশ আশাবাদী ছিল। কিন্তু ভারতকে সব জায়গায় মাত দিয়ে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় করে নিল কিউয়িরা। লাগাতার ২ টেস্ট ম্যাচ হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা বেশ ক🅠ঠিন হয়ে গেল টিম ইন্ডিয়ার জন্য।