♑ চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ লিগের খেলা শেষ। এ, বি, সি ও ডি, চারটি গ্রুপ থেকে ৩টি করে দল সুপার সিক্স রাউন্ডের যোগ্যতা অর্জন করেছে। চারটি গ্রুপের শেষে থাকা ৪টি দল ছিটকে গিয়েছে খেতাবের দৌড় থেকে। এ-গ্রুপ থেকে বিদায় নিয়েছে আমেরিকা। বি-গ্রুপ থেকে ছিটকে গিয়েছে স্কটল্যান্ড। সি-গ্রুপ থেকে ছিটকে গিয়েছে নমিবিয়া ও ডি-গ্রুপ থেকে বিদায় নিতে হয়েছে আফগানিস্তানকে।
🧜 চারটি গ্রুপ থেকে এক নম্বর দল হিসেবে সুপার সিক্সে উঠেছে যথাক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। সুপার সিক্স রাউন্ডে ৬টি করে দলকে নিয়ে ২টি আলাদা গ্রুপ তৈরি করা হয়েছে। এ-গ্রুপের ৩টি ও ডি-গ্রুপের ৩টি দলকে নিয়ে সুপার সিক্স রাউন্ডের গ্রুপ-১ তৈরি করা হয়েছে। এই গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
꧋ বি-গ্রুপের ৩টি ও সি-গ্রুপের ৩টি দলকে নিয়ে সুপার সিক্স রাউন্ডের গ্রুপ-২ তৈরি করা হয়েছে। এই গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে।
🌳 এ-গ্রুপের এক নম্বর দল সুপার সিক্স রাউন্ডে ডি-গ্রুপের দুই ও তিন নম্বর দলের বিরুদ্ধে মাঠে নামবে। ডি-গ্রুপের এক নম্বর দল লড়াইয়ে নামবে এ-গ্রুপের দুই ও তিন নম্বর দলের বিরুদ্ধে। অন্যদিকে বি-গ্রুপের এক নম্বর দল সুপার সিক্স রাউন্ডে সি-গ্রুপের দুই ও তিন নম্বর দলের বিরুদ্ধে মাঠে নামবে। সি-গ্রুপের এক নম্বর দল লড়াইয়ে নামবে বি-গ্রুপের দুই ও তিন নম্বর দলের বিরুদ্ধে। প্রথম রাউন্ডের পয়েন্ট সুপার সিক্স রাউন্ডেও কার্যকরী থাকবে।
যুব বিশ্বকাপের সুপার সিক্স রাউন্ডে ভারতের সূচি:-
৩০ জানুয়ারি: ভারত (এ-১) বনাম নিউজিল্যান্ড (ডি-২)।২ ফেব্রুয়ারি: ভারত (এ-১) বনাম নেপাল (ডি-৩)।
যুব বিশ্বকাপের সুপার সিক্স রাউন্ডে বাকি দলগুলির সূচি:-
৩০ জানুয়ারি: শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ।৩০ জানুয়ারি: আয়ারল্যান্ড বনাম পাকিস্তান।৩১ জানুয়ারি: বাংলাদেশ বনাম নেপাল।৩১ জানুয়ারি: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।৩১ জানুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে।২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।২ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা।৩ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম পাকিস্তান।৩ ফেব্রুয়ারি: আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড।৩ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম জিম্বাবোয়ে।
যুব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সূচি:-
৬ ফেব্রুয়ারি: প্রথম সেমিফাইনাল।৮ ফেব্রুয়ারি: দ্বিতীয় সেমিফাইনাল।১১ ফেব্রুয়ারি: ফাইনাল।