বিশ্ব ক্রিকেটে আম্পাযꦰ়ার হিসেবে বরাবরই একটি জনপ্রিয় মুখ ছিলেন দক্ষিণ আফ্রিকার মারায়াস ইরাসমাস। সকলেই তাঁকে ঠান্ডা মস্তিষ্কের মানুষ বলে চেনে। তাঁর প্রায় অধিকাংশ সিদ্ধান্তই সঠিক হতো। তাছাড়া ২২ গজের ক্রিকেটারদের সঙ্গে তাঁর ব্যবহারও চিরকাল ভদ্রই ছিল। বলা যায়, বেশিরভাগ ক্রিকেটারকেই তাঁর সঙ্গে সিদ্ধান্ত নিয়ে তর্ক করতে দেখা যায়নি। এক বা দুবার নয়, একেবারে তিনবার তিনি পেয়েছেন আইসিসির তরফ থেকে বছরের সেরা আম্পায়ারের পুরস্কার।
কিন্তু এবার দক্ষিণ আফ্রিকার এই জনপ্রিয় আম্পায়ার একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি ঠিক করেছেন যে চলতি অস্ট্রেলিয়া ব🔯নাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শেষ হলেই অবসর নেবেন। ক্রিকবাজের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরাসমাস নিজের সিদ🌱্ধান্তের কথা জানিয়েছেন।
নিজের অবসর প্রসঙ্গে ইরাসমাস বলেন, 'আমি সবরকমের সুযোগ-সুবিধা ও সফর খুবই মিস করব অবসরের পর। তবে এবার আমার মনে হয়েছিল যে আমি দীর্ঘদিন ধরেই এই খেলার সঙ্গে যুক্ত ছিলাম, তাই এবার সময় হয়েছে বিদায় জানাবার। গতবছরের অক্টোবর মাসেই আমি ঠিক করে ফেলেছিলাম আমি অবসর নেবো এবং আমার তরফ থেকে আমি আইসিসিকে জানিয়েও দিয়েছিলাম। আমি ওদের বলে দিয়েছিলাম যে আমার চুক্তি এপ্রিল মাসে শেষ হলেই ꦺআমি চিরকালের জন্য সরে দাঁড়াবো।'
এরপরই দক্🅷ষিণ আফ্রিকার এই তারকা আম্পায়ারকে প্রশ্ন করা হয় অবসরের পর পরিকল্পনা প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে ইরাসমাস বলেন, 'দেখুন অবসরে পর আমি ঠিক করেছি প্রথম দুটি মাস আমি পরিবারের সঙ্গে সময় কাটাবো। বেশকিছু জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তারপর সেপ্টেম্বর মাস থেকে পুরোপুরি সিএসএর নজরে থাকবো আমি। ওরা এখনো অবধি ঠিক করে উঠতে পারেনি যে আমাকে ওরা কিভাবে ব্যবহার করবে। আমি ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করব এবং পরামর্শদাতার ভূমিকা পালন করব।'
এছাড়াও ইরাসমাসকে প্রশ্ন করা হয় অবসর নেওয়ার পর তিনি কোনটা সব থেকে বেশি মিস করবেন। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'দেখুন কাজটার মধ্যে যে চ্যালেঞ্জিং ব্যাপারটা ছিল সেটা আমি সবথেকে বেশি মিস করবো প্রথমত। এছাড়াও দীর্ঘদিনের এই আম্পায়ারিং জীবনে আমি অনেককিছু দেখেছি অনেক বড়বড় ক্রিকেটারদের খেলতে দেখেছি। তাছাড়া সবচেয়ে বেশি যেটাকে মিস করবো সেটা হল আইসিসি টুর্নামেন্টগুলিকে। সত্যিই দীর্ঘদিনের এই সফরে আ🦹মি খুব আনন্দ করেছি।'