পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান আজম খান আরও একবার তীব্র বিতর্কের মুখে পড়েছেন। বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত হতাশ করেন তিনি। একেই গোল্ডেন ডাক করে আউট হন, তার উপর আবার মেজাজ হারিয়ে তিনি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। প্রসঙ্গত, আমেরিকার বিরুদ্ধে পাকিস্তান টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে বসে রয়েছে। ম্যাচটি সুপার ওভারে গড়ালে, পাকিস্তানকে হারিয়ে দেয় 🏅আমের𝓀িকা।
আরও পড়ুন: ওপেন করতে 🤪নেমেই ব্যর্থ কোহলি, আউট হলেন ১ রানে, T20 World Cup-এ নিজের সর্বনিম্ন স্কোর বিরাটের
নতুন বিতর্কে আজম
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে আজম খানের হতাশাজনক পারফরম্যান্সের পরেও তাঁকে টিꦰ-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। আর মেগা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজম খান নস্টুশ কেনজিগের বলে গোল্ডেন ডাক করে এলবিডব্লিউ হওয়া🦩র পর তাঁকে নিয়ে ফের তীব্র সমালোচনা শুরু হয়েছে। তার মধ্যে আবার মেজাজ হারিয়ে তিনি আরও বিপাকে পড়েছেন।
দর্শকের উপর হলেন চড়াও
আজম খান যখন আউট হয়ে সাজঘরে ফিরছিলেন, তখন ডালাসের স্টেডিয়ামে উপস্থিত পাকিস্তানি এক ভক্ত তাঁকে কটুক্তি এবং গালিগালাজ করতে থাকেন। তখন আজম খান তাঁর উপরেই মেজাজ হারান। তাঁর দিকে রাগান্বিত দৃষ্টিতে চেয়ে থাকেন এবং তাঁকে কিছু বলেনও। ভিডিয়োতে পরিষ্কার দেখ♓া গিয়েছে যে, সাজঘরে ফেরার আগে তিনি ক্ষুব্ধ হয়ে বিড়বিড় করে কিছু বলছিলেন। কিন্তু কী সেটা বোঝা যায়নি। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তার পরেই আজমের ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। একেই বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়ে ডাহা ফেল করেছেন আজম খান। নেমেছিলেন ক্রিজে টিকে যাওয়া শাদাব খান আউট হওয়ার পর। তবে আমেরিকার বিরুদ্ধে প্ৰথম ম্যাচেই পারফরম্যান্সে গোল্লা পেয়েছেন তারকা-পুত্র। তার উপর আবার তাঁর মেজাজ হারানোর বিষয়টি ভালো ভাবে নিচ্ছেন না কেউই।
পাকিস্তানের কিংবদন্তি ক♏িপার ব্যাটার মইন খানের পুত্রকে নিয়ে যেন নিত্য🐭 দিনই বিতর্কের জন্ম নিচ্ছে। বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফরে যকন গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল, তখন সেখানে ডলারের নোট দিয়ে ঘাম মুছে বিতর্কের মুখে পড়েছিলেন। প্র্যাক্টিসে তাঁকে গন্ডার বলে সম্বোধন করায় পাক ক্যাপ্টেন বাবর আজমকে নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এবার মাঠ ছাড়ার সময়ে সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে নতুন করে বিতর্ক বাড়ালেন আজম খান।
আরও পড়ুন: টাকার বিনিময়ে ভক্তদের সঙ্গে ডিনার-পার্টি, T20🦋 World Cup-এ অভিযান শুরুর আগেই নতুন বিতর্কে বাবররা
হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু পাকিস্তানের
টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান বিপর্যস্ত দিয়েই শুরু করল পাকিস্তান। বৃহস্পতিবার আমেরিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও, বাবর আজমের দল করে ৭ উইকেটে ১৫৯ রান। ꩵটস জিতে ফিল্ডিং নেন আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। জবাবে আমেরিকাও😼 করে ৩ উইকেট ১৫৯ রান। খেলার নিষ্পত্তি হয় সুপার ওভারে। তাতেও এঁটে উঠতে পারলেন না বাবরেরা।