বৃহস্পতিবার আইসিসি টি২০ বিশ্বকাপে অভিযান শুরু করতে চলেছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের 💦বিরুদ্ধে টি২০ সিরিজ খেলে বিশ্বকাপের আগে স্টেজ রিহারশাল সেড়ে নিয়েছে বাবর আজমরা। অবশ্য সেই সিরিজে তাঁদের পারফরমেন্স মোটেই খুব ভালো ছিল না, সিরিজ ০-২তে হেরে যায় পাকিস্তান। যদিও টি২০ বিশ্বকাপে🐻র প্রথম ম্যাচে নামার আগে বেশ খোশমেজাজেই রয়েছেন আজম খান, মহম্মদ রিজওয়ানরা, বোঝা গেল দলের আরেক ক্রিকেটারের কথাতেই। রেস্তোরাঁয় খেতে গিয়ে পাকিস্তান দলকে মাতিয়ে রাখলেন তাদের ক্রিকেটার উসমান খান। বিগত কয়েক বছর আইসিসির বিশ্বকাপ জেতা তো দূরের কথা, আইসিসি ট্রফিও জিততে পারেনি পাকিস্তান। শেষবার ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তাঁরা, সেটাই সাম্প্রতিককালের একমাত্র সাফল্য তাঁদের।
আরও পড়ুন-রাতে অনুশীলন, দিনে ঘুম,♐ কি যে হবে! টাইম জোন নিয়ে বেজায় সমস্যꦬায় ব্ল্যাক ক্যাপসরা
কোচ হিসেবে গ্যারি কার্স্টেন দলে যোগ দেওয়ার পরই তাঁর প্রথম কাজ ছিল, ড্রেসিং রুমে পরিবেশ ঠিক করা, কারণ কয়েকদিন আগেই শাহিন আফ্রিদিকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ায় বিতর্ক শুরু হয়েছিল, তবে এই মূহূর্তে অবশ্য দলের মধ্যে ফিল গুড মেজাজই রয়েছে। উসমান খানের দেওয়া ভিডিয়োতে দেখা গেল ওয়াহাব রিয়াজ, হরিস রাউফ, আজম খানদের সঙ্গেই রয়েছেন শাহিন আফ্রিদি, যার থেকে অধিনায়কত্ব নিয়ে নেওয়া হয়েছিল কয়েক মাস আগে, এবং বর্তমান দলের অধিনায়ক বাবর আজম। দলের ভিতর যে🐽 নিজেদের মধ্যে কোনও ঝামেলা নেই, সেটাই এই ভিডিয়ো থেকে বুঝিয়ে দিলেন পাকিস্তানের ক্রিকেটার।
আরও পড়ুন-অন্ধ্রে পালꦓাবাদল, ক্ষমতায় চন্দ্রবাবু! রাজনীতির শিকার হনুমা বিহারꦬি হঠাৎ পেলেন আটকে থাকা NOC
উসমান খান নিজের এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে আজম খান, বাবর আজমদের সঙ্গে খাওয়ার পর নিজের চেনা স্টাইলে কথা বলছেন। সেখানে উসমান বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এসে তিনি প্রচুর কেনাকাটা করেছেন। কিন্তু তারই দলের এক সতীর্থ ৮০০০ ডারহাম দামের একটি শার্ট পড়ে এসেছেন দেখে, তিনি নাকি দুরাত ঘুমোতে পারেননি, যা শুনে হো হো করে হেসে দেন নাসিম শাহ, 🐼শাহিন আফ্রিদিরা। দলের বন্ডিং সেশানে এমন বন্ধুত্বপূর্ণ আবহ থাকায় ভালো পারফরমেন্সের ব্যাপারে আশাবাদী পাকিস্তান ক্রিকেট দল।
আরও পড়ুন-মার্শের দরকার পড়লে 𒈔নেবে পরামর্শ! আমি তো রাজি, হঠাৎ কেন বললেন কামিন্স?
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচের পর ভারতীয় দলের মুখোমুখি হবেন মহম্মদ আমির, বাবর আজমরা। ২০২১ সালে ভারতীয় দলকে টি২০ বিশ্বকাপে হারিয়েছিল পাকিস্তান, এরপর ২০২২ টি২০ ব♔িশ্বকাপে বদলা নেন বিরাট কোহলি। ২০২৩ ওডিআই বিশ্বকাপেও আহমেদাবাদেও পাকিস্তানকে হারিয়েছিল টিম ইন্ডিয়া।