পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিচ্ছেন দলের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। বর্তমানে পার্থ টেস্টে অস্ট🌜্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বিস্তার করেছে ভারত। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি মাঠের বাইরের একটি ভিডিয়োর কারণেও ভাইরাল হচ্ছেন তিনি।
আসলে, এই টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শুরুর আগে, বুমরাহকে অভিজ্ঞ অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লির সঙ্গে দেখা গিয়েছিল এবং এই সময় তাঁকে ফ্যানবয়ের মতো প্রতিক্রিয়া করতে দেখা গিয়েছিল। এই𝔉 পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে যায় ও সেই মুহূর্তের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… ভিডিয়🍎ো: আপার কাটে ছক্কা মেরে শতরান দামাল🌌 ছেলে যশস্বীর, মনে পড়ল সেহওয়াগের কথা
জসপ্রীত বুমরাহর সঙ্গে ব্রেট লি আড্ডা দিচ্ছেন-
প্রথম দিনের খেলা শুরুর আগে জসপ্রীত বুমরাহ ও অজি কিংবদন্তি বোলার ব্রেট লি-কে মাঠের মধ্যেই আড্ডা দিতে দেখা গিয়েছিল। এই সময় বুমরাহ এবং লিকে একে অপরের বোলিং অ্যাকশন নকল করতে দেখা যায়। কিংবদন্তি অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লির সঙ্গে কথোপকথনের সময় 🅰জসপ্রীত বুমরাহ কিংবদন্তির বিখ্যাত সেলিব্রেশনকে অনুকরণ করতে দেখা গিয়েছিল। দুজনের এই মজার ভিডিয়োটি মুহূর্তে বেশ ভাইরাল হয়ে যায়।
দেখুন সেই ভিডিয়োটি-
আরও পড়ুন… BGT 2024-25: আগুন যশস্বী, হিমশীতল রাহুল, ভাঙল ৩৮ বছরের রেকর্ড, প্রথমবার অজিভূমে ওপেনিং জুট🐬িতে ২০০
সেই সঙ্গে পার্থ টেস্টে নিজেদের দখল আরও মজবুত করেছে ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৫০ রানে সীমাবদ🐓্ধ থাকার পরে ভারতীয় বোলাররাও দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এবং অস্ট্রেলিয়াকে ১০৪ 🤪রানে অলআউট করে। এর পরে, ভারতীয় ওপেনাররা দ্বিতীয় ইনিংসে ভারতকে দুর্দান্ত সূচনা দেয়। যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলের জুটি দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটে ২০১ রানের ম্যারাথন পার্টনারশিপ করেন। এর ফলে এই ম্যাচে ভারত অনেকটাই এগিয়ে যায়।
আরও পড়ুন… IPL 2025 Mega Auction Live Streaming: কখন, কোথায়, কীভাবে দেখবে꧟ন ক্রিকেটারদের সবথেকে বড় নিলাম
ভারতীয় ব্যাটাররা কেমন খেলছেন-
যশস্বী সেঞ্চুরি করে অনেক রেকর্ড ভেঙে দিয়েছেন কিন্তু অভিজ্ঞ ব্যাটসম্যান কেএল রাহুল সেঞ্চুরি মিস করেছেন। দুর্দান্ত বল করে কেএল রাহুলকে আউট করে তাঁর সেঞ্চুরি করার স্বপ্ন ভেঙে দেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। এরপরে ব্যাট করতে নামেন দেবদূত পাডিক্কাল। ৭১ বল খেলে ২৫ রান করে আউট হন তিনি। তবে এরপরে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ইনিংস বেশিক্ষণ এগিয়ে নিয়ে যেতে পারেননি যশস্বী। ১৬১ রান করে সাজঘরে ফেরেন যশস্বী। দলের ৩১৩ রানের মাথায় মিচেল মার্শের বলে আউট হন যশস্বী। তবে এরপরে ঋষভ পন্ত ও ধ্রুব জুরেল মাত্র ১🐲 রান করে যোগ করেন। এরফলে ৩২১ রানের মধ্যেই পঞ্চম উইকেট হারায় ভারত।