নাগাল্যান্ডের পরে এবার বরোদা, বিজয় হাজারে ট্রফিতে টানা দু'ম্যাচে দাপুটে জয় তুলে নিল বাংলা। শনিবার ব্র্꧅যাবোর্ন স্টেডিয়ামে ই-গ্রুপের ম্যাচে বিষ্ণু সোলাঙ্কির নেতৃত্বাধীন বরোদার বিরুদ্ধে ব্যাটꩵে-বলে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেন অভিমন্যু ঈশ্বরনরা।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলা। অভিষেক পোড়েলকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে দলকে শক্ত ভিতে বসিয়ে দেন অভিমন্যু ঈশ্বꦇরন। প্রথম উইকেটের জুটিতে ১১৮ রান তুলে ফেলে বাংলা। অভিষেক পোড়েল ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্✨ডি টপকে আউট হয়ে বসলে জুটি ভাঙে। পোড়েল ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ৫৯ রান করে আউট হন।
অভিমন্যু ঈশ্বরনকে অবশ্য শতরানের আগে থামানো যায়নি। তিনি ১৭টি বাউন্ডারির সাহায্যে ১৩৮ বলে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া কর🦩েন অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৪১ রান করে আউট হন। শেষ বেলায় ব্যাট চালিয়ে ৩৫ রান করেন প্রদীপ্ত প্রামানিক। তিনি ১৪ বলের মারকাটারি ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মারেন।
মাত্র ২ রান করে আউট হন ক্যাপ্টেন সুদীপ ঘরামি। শাহবাজ আহমেদ ৯, ঋত্বিক রায়চৌধুরী ৮, করণ লাল ৩ ও আকাশ দীপ ২ রানের যোগদান রাখেন। বাংলা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩১৪ রা💙নের বিশাল ইনিংস গড়ে তোলে। বরোদার হয়ে ৫১ রানে ৩টি উইকেট নেন অতীত শেঠ। ৬৭ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন অভিমন্যুসিং রাজপুত। ১টি উইকেট নেন নিনাদ।
জবাবে ব্যাট করতে নেমে বরোদা ৪৪.২ ওভারে ২১৯ রানে অল-আউট হয়ে যায়। ৯৫ রানের বড় ব্যবধানে ꧙ম্যাচ জেতে বাংলা। বরোদার হয়ে সব থেকে বেশি ৫৯ রান করেন শাশ্বত রাওয়াত। ৬৫ বলের ইনিংসে তিনি ৭টি চার ম💟ারেন। এছাড়া মিতেশ প্যাটেল ৩২, অভিমন্যুসিং রাজপুত ৩২, শিবালিক শর্মা ৩৭, অতীত শেঠ ১৮ ও সোয়েব সোপারিয়া ১১ রানের যোগদান রাখেন। ক্যাপ্টেন বিষ্ণু ৬ রান করে আউট হন।
বাংলার হয়ে ৪৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক। ৪৩ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন করণ লাল। ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন মহম্মদ কাইফ। ২০ রানে ১টি উইকেট নেন আকাশ দীপ। ৪০ রানে ১টি উইকেট সংগ্রহ༒ করেন শাহবাজ আহমেদ। ২ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে বাংলা আপাতত লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।