এমনিতে র𝄹াজনীতির সঙ্গে দূর দূরান্তে কোনও সম্পর্ক না থাকলেও হঠাৎই কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে দেখা গেল বীরেন্দ্র সেহওয়াগকে, যা দেখেই কার্যত চক্ষু চড়কগাছ সকলের। হরিয়ানা নির্বাচনের ঠিক আগেই সেহওয়াগ এক ক🃏ংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করলেন, যা দেখে নেটিজেনরাও কিছুটা অবাক। এবারে হরিয়ানার জোর লড়াই দিতে চলেছে কংগ্রেস।
হরিয়ানা বিধানসভা 𝔉নির্বাচনে একাধিক ক্রীড়ꦇা ব্যক্তিত্বকে কংগ্রেস টিকিট দিয়েছে। এবার ক্রিকেটের সঙ্গে জড়িত এক কর্তার হয়েই প্রচারে দেখা গেল বীরেন্দ্র সেহওয়াগকে। আর নির্বাচনী বক্তৃতার ক্ষেত্রেও যে তিনি কারোর থেকে কম যান না, সেটা জনগনের সামনে এসেই বুঝিয়ে দিলেন বিশ্বকাপজয়ী তারকা। একেবারে নিজের চেনা ঢংয়ের হরিয়ানার মানুষের সঙ্গে বন্ধু কাম দাদার ভোট প্রচারে সভা সাড়লেন তিনি।
হরিয়ানায় কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে বীরেন্দ্র সেহওয়াগ-
এবারে কংগ্রেসের টিকিটে হরিয়ানায় তোশাম কেন্দ্রে প্রার্থী হয়েছেন অনিরুদ্ধ চৌধুরি। তাঁর হয়েই প্রচারে গিয়ে অনিরুদ্ধকে নিজের দাদা বলে অভিহিত করেন বীরু। তিনি বলেন, ‘আমি অনিরুদ্ধ চৌধুরিকে আমার নিজের বড় দাদা মনে করি, আর ওর বাবা (রণবির সিং মহেন্দ্র) প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট, উনিও আমায় অনেক সাহায্🦹য করেছে। এটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন, আশা করছি ওকে সাহায্য করতে পারব। আমি তোশামের মানুষের কাছে আবেদন করবে ওকে জেতানোর জন্য, আমার কথা শুনবে তো তোমরা?’।
সেহওয়াগের সমর্থনের পর কী বললেন অনিরুদ্ধ চৌধুরি?
অ🐻নিরুদ্ধ চৌধুরিও যথেষ্ট আশাবাদী বিজেপি সরকারকে হারিয়ে কংগ্রেস হরিয়ানায় সরকার গড়ার ব্যাপারে। তাঁর কথায়, ‘আমি একশো শতাংশ নিশ্চিত এবারে কংগ্রেসই হরিয়ানার জিতবে, কারণ বিজেপি কৃষকদের সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে। এখানে জলেরও সমস্যা রয়েছে, সেটাও বিজেপি সমাধান করেনি। আমি এই সব বিভাগেই উন্নতি করতে চাই’।
যদিও অনিরুদ্ধ চৌধুরির ভোটে দাঁড়ানোর থেকেও সকলের নজর কেড়েছে বীরেন্দ্র সেহওয়াগের প্রচারে যাওয়া। যদিও নেটিজেনদের একাংশের দাবি, সেহওয়াগ অনিরুদ্ধের হয়ে প্রচারে গেলেও সেখানে গিয়ে তিনি বিজেপি 💮বিরোধী অথবা কংগ্রেসের হয়ে কোনও কথাই বললেনি। একান্তই অনিরুদ্ধের হয়েই সমস্ত বক্তব্য রেখেছেন। প্রসঙ্গত অনিরুদ𒁏্ধের লড়াই নিজেরই পরিবারের সদস্যের সঙ্গে। প্রতিদ্বন্দী বিজেপির প্রার্থী শ্রুতি চৌধুরি সম্পর্কে তাঁর বোন হন।