চলতি বছরের ২৯ জুন, বার্বাডোজে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল টিম ইন্ডিয়া। এই দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। এই ঐতিহাসিক জয়ের পর রোহিত শর্মা সকলকে অবাক করে দিয়ে 🍰টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসরের ঘোষণা করেন। অবসরের ঘোষণার পর রোহিত শর্মা বর্তমানে বিশ্রামে রয়েছেন। এমন পরিস্থিতিতে ক্রিকেট ছেড়ে টেনিসের প্রতি ভালোবাসা দেখিয়েছেন রোহিত শর্মা। সম্প্রতি উইম্বলডনে দেখা গিয়েছে হিটম্যানকে। এখানে পৌঁছানোর পরে রোহিত শর্মার অবতার ছিল বেশ বিশ🐼েষ। উইম্বলডনে হিটম্যানকে স্বাগত জানানো হয়েছিল, তার ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… শ🐟াহরুখ খানের নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত হলেন ꦉঝুলন গোস্বামী, সামলাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব
দেখুন রোহিত শর্মার ড্যাশিং লুক
উইম্বলডন কর্তৃপক্ষ নিজেরাই তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার উইম্বলডনে আগমনের তথ্য শেয়ার করেছেন। ছবি শেয়ার করার সময় রোহিত শর্মাকে স্বাগত জানানো হয়েছিল। ছবির ক্যাপশনে উইম্বলডনের তরফ থেকে লেখা হয়েছিল, ওয়েলকাম টু উইম্বলডন রোহিত শর্মা। এ সময় রোহিত শর্মাকে কোট ও প্যান্টে দেখা গিয়েছে,🌜 সঙ্গে গাঢ় চশমা পরꦺতে দেখা গিয়েছে তাঁকে। তার এই লুক বলিউডের অনেক অভিনেতাকে পিছনে ফেলে দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে হিটম্যানের এই ছবি। রোহিত শর্মার এই স্টাইলকে ভক্তরা বেশ পছন্দ করছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: ক্🦩রিকেটকে বিদায় জানানোর পরে কোন বিষয়টা সবথেকে বেশি মিস করবেন? কী বললেন অ্যান্🍬ডারসন?
রোহিতের আগে সচিনকেও উইম্বলডন দেখা গিয়েছিল-
রোহিত শর্মার আগে ক্রিকেটের ঈশ্বর হিসেবে পরিচিত প্রাক্তন ভারতীয় ব্🗹যাটসম্যান সচিন তেন্ডুলকরও এসেছিলেন উইম্বলডন দেখতে। যেদিন সচিন উইম্বলডন দেখতে এসেছিলেꦿন, সেদিন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস এবং জো রুটের মতো ক্রিকেট কিংবদন্তিদেরও দর্শকদের গ্যালারিতে টেনিস উপভোগ করতে দেখা গিয়েছিল।
আমরা আপনাকে বলি যে রোহিত শর্মার টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ার দুর্দান্ত ছিল। তিনি তার কেরিয়ারে ভারতের হয়ে ১৫৯টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে, তিনি পাঁচটি সেঞ্চুরি এবং ৩২টি হাফ সেঞ্চুরি করেছিলেন। রোহিত শর্মা তাঁর কেরিয়ারে মোট ৪২৩১ রান করেছেন। তিন⭕ি ভারতের সবচেয়ে বড় ম্যাচ জয়ী খেলোয়াড়দের একজন। মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মা হলেন ভারতের দ্বিতীয় অধিনায়ক যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছেন।