ক্রিকেটের মাঠে রোদ চশমার ব্যবহার নতুন কিছু নয়। ফিল্ডিংয়ের সময় মাঝে মাঝে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় সানগ্লাস। টুপির উপরে রোদচশমা লাগিয়ে ফিল্ডিং করা ফ্যাশনেও পরিণত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু স্পিনারকে রোদচশমা লাগিয়ে বল করতেও দেখা গিয়েছে। তবে সানগ্লাস পরে কাউকে ব্যাট করত✨ে দেখার ছবি ক্রিকেটের মাঠে বিরল।
অতীতে চশমা পরে ব্যাট করেছেন অনেক বিখ্যাত ক্রিকেটার। তবে ব্রিটিশ অল-রাউন্ডার স্যাম কারান যে কাণ্ড ঘটা💦লেন, তেমনটা আন্তর্জাতিক ক্রিকেটে বেনজির বলা চলে। রবিবার নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হেলমেটের ন🃏ীচে রোদচশমা পরেই ব্যাট করেন কারান।
এমনটা নয় যে, সানগ্লাস পরে ব্যাট করার সম♐য়ে অস্বস্তিতে দেখিয়েছে কারানকে। বরং তিনি সাবলিলভাবে একের পর এক বড় শট খেলেন। শেষমেশ রান-আউটে থেমে যায় তাঁর ৩৮ রানের আগ্রাসী ইনিংস। ২৬ বলেরꦕ মারকাটারি ইনিংসে ব্রিটিশ তারকা ৩টি চার ও ২টি ছক্কা মারেন। সঙ্গত কারণেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে চলে আসেন স্যাম কারান। রোদচশমা পরে কারানের ব্যাট করার ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।
ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা ꦆ৫০ ওভারে ৩২৫ রানের বড়সড় ইনিংস গড়ে অল-আউট হয়ে যায়। হ্যারি ব্রুক ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭২ বলে ৭১ রান করে আউট হন। এছাড়া ফিল সল্ট ৪৫, উইল জ্যাকস ২৬, জ্যাক ক্রলি ৪৮, বেন ডাকেট ২০, জোস বাটলার ৩, লিয়াম লিভি༺ংস্টোন ১৭, ব্রাইডন কার্স ৩১, রেহান আহমেদ ১২ ও গাস অ্যাটকিনসন ৪ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড, গুড়াকেশ মোতি ও 𝕴ওশেন থꦉমাস ২টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন আলজারি জোসেফ ও ইয়ানিক কারিয়া।
পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৮.৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩২৬ রান তুলে ম্য়াচ জিতে যায়। অপরাজিত ১০৯ রান করেন শাই হোপ। আলিক আথানাজে ৬৬, ব্র্যান্ডন কিং ৩৫, কেসি কার্টি ১৬, শিমরন হেতমায়ের ৩২, শেরফান রাদারফোর্ড ৬, রোমারিও শেফার্ড ৪৮ ও আলজারি জোস💦েফ অপরাজিত ২ রান করেন। ইংল্যান্ডের অ্যাটকিনসন ও রেহান ২টি করে উইকেট নেন।