পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ধাক্কা খেতেই পারত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কোনও মতে, সেটা আটকে দিলেন রোস্টন চেজ। শেষে তাঁকে সঙ্গে দিলেন আন্দ্রে রাসেল। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যে সহজ জয় ছিনিয়ে নিতে পেরেছে দুই বারের চ্যাম🧜্পিয়নরা, তা কিন্তু নয়। বরং সেই রান তুলতে ১৯ ওভার লেগে গেল উইন্ডিজের। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে প্রথম ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।
রবিবার ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে খেলা হলেও, পুরো ফাঁকা স্টেডিয়ামে এদিন খেলতে হয় রাসেলদের। দুই বারের চ্যাম্পিয়নরা খেলতে নামলেও, দর্শক না থাকার মতোই অবস্থা। মাঠে কাকপক্ষীর সংখ্যাই বোধহয় বেশি ছিল। মাঠে দর্শকরা না থাকলেও, উইন্ডিজ তাদের প্রথম ম্যাচে জয় দℱিয়েই বিশ্বকাপে যাত্ꦑরা শুরু করল।
আরও পড়ুন: নরম মাঠ, স্পঞ্জি পিচ… ভারতীয় ক্রিকেটারদের চোটের সম্ভাবনꦯা নি🌟য়ে চিন্তায় দ্রাবিড়
এদিন টস জিতে পাপুয়া নিউ গিনিকে প্রথমে ব্যাট করতে পাঠান রোভম্যান পাওয়েল। ব্যাট করতে নেমে শুরুতেই কিন্তু চাপে পড়ে গিয়েছিল পাপুয়া নিউ গিনি। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। তৃতীয় ওভারেও পড়ে আরও একটি উইকেট। রোমারিয়ো শেফার্ড এবং আকিল হোসেন তুলে নেন পাপুয়া নিউ গিনির টনি উরা এবং লেগা সিয়াকার উইকেট। তবে তিনে নেমে দলের হাল ধরেছিলেন সেসে 🍃বাউ। তিনি ৬টি চার, একটি ছক্কার হাত ধরে ৪৩ বলে ৫০ রান করেন। তাঁর সৌজন্যেই পাপুয়া নিউ গিনি ১৩৬ রানে পৌঁছতে পারেন। এছাড়া ১৮ বলে ২৭ করেছেন কিপলিন ডোরিগা, ২২ বলে ২১ করেছেন দলের অধিনায়ক আসাদ ভালা। বাকিদের হাল তথৈবচ। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় ১৫০ রানেও পৌঁছতে পারেনি প🥃াপুয়া নিউ গিনি।
আরও পড়ুন: ওর ইংরেজি আমা🐟র উর্দুর চ💎েয়ে অনেক ভালো- বাবরকে নিয়ে কটাক্ষের মোক্ষম জবাব ডি'ভিলিয়ার্সের
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি ক๊রে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল এবং অলজারি জোসেফ। একটি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন, রোমারিয়ো শেফার্ড এবং গুতাকেশ মোতি।
রান তাড়া 🦄করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। প্রথম বলেই আউট হয়ে যান জনসন চার্লস। এর পর বৃষ্টির কারণে ম্যাচ কিছুক্ষণ বন্ধ ছিল। ম্যাচ আবার শুরু হলে, ওপেনার ব্রেন্ডন কিং এবং নিকোলাস পুরান মিলে জুটি গড়ার চেষ্টা করেন। তাঁরা দ্বিতীয় উইকেটে ৫৩ রান যোগও করেন। তাঁদের ইনিংসের সময় মনে হচ্ছিল,সহজেই ম্যাচ জিতবে ক্যারিবিয়ান দল। কিন্তু সেগুড়ে বালি। নিকোলাস পুরান ২৭ বলে ২৭ করে ꩵসাজঘরে ফেরেন। ব্রেন্ডন কিং আউট হন ২৯ বলে ৩৪ করে। এর পর রোভম্যান পাওয়েলও মাত্র ১৪ বলে ১৫ করে আউট হয়ে যান। শেরফান রাদারফোর্ড করেন ২ রান। তবে এই পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন রোস্টন চেজ। চারটি ৪ এবং ২টি ছক্কার সৌজন্যে তিনি ২৭ বলে ৪২ করে অপরাজিত থাকেন। ৯ বলে ১৫ করে অপরাজিত থাকেন রাসেল। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাপুয়া নিউ গিনির হয়ে ২টি উইকেট নিয়েছেন আসাদ ভালা। ১টি করে উইকেট নিয়েছেন আলি নাও, চাদ সোপার এবং জন কারিকো।