বিদর্ভের বিপক্ষে রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের তারকা ওপেনার যশস্বী জসওয়াল। টিম ইন্ডিয়ার এই ব্যাটার এর আগে রঞ্জি ট্রফির ম্যাচে মুম্বইয়ের জার্সিতে মাঠে নেমেছিলেন জম💧্মু অ্যান্ড কাশ্মীরের বিরুদ্ধে। কিন্তু রোহিত শর্মার সঙ্গে জুটিতে তেমন নজর কাড়তে পারেননি তিনি। দুই ইনিংসেই বড় রান পাননি, দলও হেরেছিল।
আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এলেন পꦇ্রাক্তন ইংরেজ অধি🀅নায়ক, কোচ হবেন?
মুম্বইয়ের হয়ে সেমিতে নামা হচ্ছে না যশস্বীর
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না হওয়ায় বিসিসিআইয়ের নির্দেশিকা মেনে যশস্বী জসওয়াল রঞ্জি ট্রফিতে খেলবেন বলে জানা গেছিল। যদিও সেটা কিন্তু হচ্ছে না। কারণ চোটের জন্য বাঁহাতি ব্যাটারের সেমিফাইনাল ম্যাচে নামা হচ্ছে না। ফলে তাঁর দলও বড় ধাক্কা যে খেল, সেকথা বলার অপেক্ষা রাখে🍨 না। নাগপুরে সোমবার থেকে শুরু রঞ্জির সেমিফাইনাল।
যশস্বীর বাঁ পায়ের গোড়ালিতে চোট
বাঁপায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করায় যশস্বী জসওয়াল খেলতে পারবেন না রঞ্জিতে। তিনি আপাতত বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে যাবেন রিহ্যাবের জন্য। নাগপুরে অনুশীল𒊎নের সময়ই যশস্বী জানান তাঁর বা পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে। নেটে অনুশীলনের সময়ও তাঁর মধ্যে একটা জড়তা লক্ষ্য করা যাচ্𓆉ছিল। এটা তাঁর কোনও নতুন চোট নয়, পুরনো চোটই ফের ভোগাচ্ছে তাঁকে।
আরও পড়🃏ুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খুঁত খুঁজে পেল🅘েন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
নয়া ক্রিকেটার বাছতে হবে বিসিসিআইকে
এই সিদ্ধান্তের ফলে এবার অবশ্য জাতীয় দলের নির্বাচকদেরও নতুন ট্রাভে🍰লিং রিজার্ভ ক্রিকেটারকে বেছে নিতেಞ হবে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির মুল স্কোয়াডে না থাকলেও তিনি রিজার্ভ দলের সদস্য ছিলেন। কোনও ক্রিকেটার চোট পেলে তাঁর দলে আসার সুযোগ ছিল। কিন্তু তিনি দুবাইতে আর যেতে পারবেন না, তাই নয়া ক্রিকেটারকে বাছতে হবে অজিত আগরকরদের।
আরও পড়ুন- ‘ভারতকে হারানো টার্গেট নয়, চাইব ট্রফি জ🌠িততে’! বলছেন পাক সহ অধিনা♒য়ক! আগেই হার মানলেন?
বিদর্ভের বদলার ম্যাচ
সোমবারের এই ম্যাচ অবশ্য꧑ হাইভোল্টেজ। কারণ গতবার ফাইনালে এই বিদর্ভকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল অজিঙ্কা রাহানেদের মুম্বই। এবারেও একটা সময় মুম্বই কার্যত ছিটকে যেতে বসেছিল জম্মু অ্যান্ড কাশ্মীরের কাছে হেরে, কিন্তু শেষমেষ শেষ আটের যোগ্যতা অর্জনের পর হরিয়ানাকে হারিয়ে তাঁরা সেমিতেও খেলার টিকিট হাসিল করে নেয়।