🌠জেলায় জেলায় একের পর এক সন্ত্রাসের অভিয🐠োগ। নদিয়াতেও একই ছবি। নদিয়ার শান্তিপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ৭২ থেকে ৭৭ নম্বর বুথে একেবারে রণক্ষেত্রের চেহারা। সিপিএম ও তৃণমূল কর্মীদের মধ্যে একেবারে ইটবৃষ্টি শুরু হয়ে যায়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। সিপিএমের অভিযোগ বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে তৃণমূল এলাকায় অশান্তি পাকাচ্ছে। সিপিএমের নেতা কর্মীদের উপর বার বার হামলা চালিয়েছে তৃণমূল। অভিযোগ সিপিএমের। তবে তৃণমূলের পালটা দাবি, সিপিএম ও বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত। তৃণমূল বরাবরই শান্তির পক্ষে রয়েছে।
সিপিএম নেতৃত্বে🥀র অভিযোগ,তৃণমূল ছাপ্পা ভোট দিতে এসেছিল। এটা নিয়ে আমাদের পোলিং এজেন্টরা ধরে ফেলে। তারপরই ওরা ইট দিয়ে মারে। আমাদের মারধরও করেছে। তবে তৃণমূল নেতৃত্বের পালটা দাবি, একেবারে বাজে কথা বলছে। সকাল ৭টা থেকে উৎসবের মেজাজে ভোট হচ্ছে। বিজেপি ও সিপিএম ইট ছুঁড়ে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। আপনারা তো জানেন তৃণমূল শান্তির পক্ষে। দাবি স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত ঘোষ▨ের।এদিকে গোটা ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়়ায় এলাকায়। পুলিশ গিয়ে কোনওরকমে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।