পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শুরু হতেই সন্ত্রাসের মুহুর্মুহু অভিযোগে বিদ্ধ হয়েছে শাসক তৃণমূল। জায়গায় জায়গায় বিস্ফোরণ ও বোমা মজুতে অভিযুক্ত হয়েছেন শাসক নেতারা। এবার সেই একই অভিযোগ উঠল মুর্শিদাবাদের রানিনগরে। সোমবার দুপুরে সেখানে এক তৃণমূলকর্মীর বাড়িতে প্রবল বিস্ফোরণ হয়। অভিযোগ, নির্বাচনের আগে সন্ত্রাস ছড়াতে বোমা বাঁধছিলেন মফিজুল মোল্লা নামে ওই তৃণমূলকর্মী।স্থানীয়রা জানিয়েছেন, সোমবার দুপুরে বিস্ফোরণের প্রবল শব্দে কেঁপে ওঠে রানিনগরের নজরানা নবির মোড় এলাকা। এর পর দেখা যায় মফিজুল মোল্লার বাড়ির একটি পরিত্যক্ত ঘরে বিস্ফোরণ হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকেই পলাতক মফিজুলের পরিবারের সদস্যরা।প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, বিস্ফোরণের সময় এলাকাতেই টহল দিচ্ছিল পুলিশ। তার মধ্যেই ঘটে বিস্ফোরণ। তবু অভিযুক্তদের কারও নাগাল পাননি পুলিশকর্মীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।এদিন মুর্শিদাবাদের জঙ্গিপুরে বোমা বিস্ফোরণে ৫ জন কিশোর আহত হয়েছে বলে জানা গিয়েছে। কিশোরদের প্রত্যেকের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে। জঙ্গিপুরের উত্তর ইমাম নগরের মাঠপাড়ায় সোমবার সকালে বোমাগুলি পড়েছিল। ওখান দিয়ে খেলতে যাচ্ছিল কিশোররা। বোমাগুলিকে বল ভেবে তারা হাতে তুলে নেয়। আর তখনই বিস্ফোরণে মারাত্মকভাবে জখম হয় তারা। এরা প্রত্যেকেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বলে স্থানীয় সূত্রে খবর।