পঞ্চায়েত ভোটের প্রচারে রাজনৈতিক নেতাদের মুখে শুধুই কুক🐠থার স্রোত। এবার কুকথা শোনা গেল সিপিএম নেতা শতরূপ ঘোষের মুখে। নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের জুতো মারার নিদান দিলেন। শতরূপ সোমবার পূর্ব বর্ধমানের রায়নার ২ নম্বর ব্💛লকের লোহাই বাজারে নির্বাচনী সভা করেন সিপিএম। তাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শতরূপ ঘোষ। সেখানে তিনি তৃণমূল কর্মীদের জুতো মারার নিদান দেন। এরপরেই বিতর্কে জড়ান শতরূপ ঘোষ। এনিয়ে শতরূপের সমালোচনা করেছে তৃণমূল।
আরও পড়ুন: ‘আমি𒐪 লজ্জিত’, কুণালকে ‘টেস্ট টিউব 💝বেবি’ বলে ‘ভুল’ স্বীকার শতরূপের
ঠিক কি বলেছেন শতরূপ ঘোষ?
লোহাই বাজারে নির্বাচনী সভায় যোগ দিয়ে শতরূপ বলেন, ‘তৃণমূল পঞ্চায়েত দখল করার চেষ্টা করবে। ওতৃণমূল যে ভাষাতে বোঝে তাদের সেই ভাষাতেই বোঝাতে হবে। ওদের থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিতে হবে। প্রয়োজনে ঝাঁটা, আঁশবাটি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। পায়ে জুতো পরে তৃণমূলের দিকে যেমন দৌড়াতে হবে তেমনি দরকার হলে সেই পায়ের জুতো খুলেই ওদের মারতে হবে। তৃণমূল যেন একটি আসনও দখল করতে না পারে।’ এর পাশাপাশি কোথাও ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে কিনা বা টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে কিনা তা নিয়ে পাহারাদারি করার বার্তা দেন শতরূপ ঘোষ। এদিনের জনসভায় তিনি তৃণমূল নেত্রী সায়নী ঘোষকেও আক্রমণ করেন। তিনি বলেন, ‘আমি সভা করতে এসেছি। এখান থেকে সোজা বাড়ি যাব। কিন্তু, সায়নী ঘোষ কিছুদিন আগে জনসভা করতে এসেছিলেন। তিনি জনসভা থেকে সোজা ইডি অফিসে গিয়েছিলেন। এরপরে হয়তো জনসভা থেকে তাঁকে সোজা জেলে যেতে হবে।’