বাংলার পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলা নিয়ে এবার কড়া পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। কার্যত তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বিস্তারিত কোনও তথ্য ছাড়াই পিটিশন দাখিল করা নিয়ে তীব্র অসন্তোষ করেন বিচারপতি অমৃতা সিনহা। এক আইনজীবীকেও এনিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। খবর বার অ্যান্ড বেঞ্চ সূত্রে।বিচারপতি জানিয়েছেন, পিটিশন দাখিল করা নিয়ে এত তাড়াহুড়োর কী আছে? আপনারা বিস্তারিত বিবরণের উপর ফোকাস করছেন না কেন? আপনারা সবাই কোর্টে এসে বলছেন জরুরী ভিত্তিতে এটা করা হোক। কিন্তু যখন শুনানি শুরু হল তখন দেখা যাচ্ছে ডিটেলস কিচ্ছু নেই। এই ধরনের বিষয়গুলি নিয়ে আদালত কীভাবে এগোবে? এই ধরনের আবেদনগুলি নিয়ে নির্বাচন কমিশন কীভাবে কাজ করবে? মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা।সেই সঙ্গেই বিচারপতিদের বেঞ্চ এই মামলা খারিজ করে দিয়েছে। আইনজীবীকে সতর্ক করে আদালত জানিয়েছে, ভবিষ্যতে যদি এই ধরনের পিটিশন দাখিল করা হয় তবে কিন্তু আপনাকে বড় দৃষ্টান্তমূলক মাসুল গুনতে হবে।ওয়াকিবহাল মহলের মতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে গোছা গোছা মামলা আসছে কলকাতা হাইকোর্টে। পান থেকে চুন খসলেই আদালতে ছুটছেন আবেদনকারীরা। পুলিশের বিরুদ্ধে একাধিক মামলা। মামলা কমিশনের বিরুদ্ধে। মনোনয়ন পত্র জমা দিতে না পারলে আদালতে চলে যাচ্ছেন প্রার্থী। এবার এনিয়ে সরাসরি মন্তব্য করলেন বিচারপতি।তবে এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।তিনি জানিয়েছিলেন, নির্বাচন নিয়ে লাফালাফি করছেন। কিন্তু বহু মানুষ রুটি রুজির জন্য আদালতের দরজায় আসছেন। অনেকের চাকরি পর্যন্ত নেই। আদালত কী রায় দেয় তার উপর নির্ভর করছে তাঁদের চাকরি পাওয়া অথবা না পাওয়ার বিষয়টি। তাঁদের আবেদনগুলিও শুনতে হবে। শুধু নির্বাচন সংক্রান্ত মামলা শুনলে কী হবে? আপনারা ভোটে লড়ছেন, আবার আপনারাই মারপিট করছেন। এক আইনজীবীকে জানিয়েছিলেন বিচারপতি। কার্যত অসন্তোষ প্রকাশ করেছিলেন। অন্য়দিকে পুলিশের ভূমিকা নিয়ে খেজুরির কয়েকজন বাসিন্দা আদালতে গিয়েছিলেন। তাঁদের সেই মামলা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি।তবে এবার বিচারপতি অমৃত সিনহা জানিয়েছেন, পিটিশন দাখিল করা নিয়ে এত তাড়াহুড়োর কী আছে? আপনারা বিস্তারিত বিবরণের উপর ফোকাস করছেন না কেন? আপনারা সবাই কোর্টে এসে বলছেন জরুরী ভিত্তিতে এটা করা হোক। কিন্তু যখন শুনানি শুরু হল তখন দেখা যাচ্ছে ডিটেলস কিচ্ছু নেই।