রাজস্থান বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে বিজেপি। রাজস্থানের ২০০ বিধানসভা আসনের মধ্যে ১৯৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত নভেম্বরে। ডিসেম্বরে ফল প্রকাশ হয় সেই আসনগুলির। পঞ্জাব লাগোয়া শ্রীগঙ্গানগর জেলা করণপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে অবশ্য সেখানে ভোট স্থগিত হয়েছিল। সেই আসনেরই ভোট হয় সম্প্রতি। এবং ফল প্রকাশের পর দেখা গেল, সেই আসনে হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র পাল সিং। উল্লেখ্য, সুরেন্দ্র ইতিমধ্যেই রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তবে কংগ্রেস প্রার্থী রূপিন্দর সিংয়ের কাছে প্রায় ১১ হাজার ভোটে হারতে হয়েছে মন্ত্রীকে। এরপর রাজ্যপালের কাছে সোমবার রাতে গিয়ে পদত্যাগ করেন সুরেন্দ্র। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন রাজ্যপাল। (আরও পড়ুন: মলদ্বীপ ব🎶িতর্কের মাঝেই লাক্ষাদ্বীপে প্রকল্প শুরু ইজরায়েলের, সঙ্গে চলল 'প্রচার')
আরও পড়ুন: CU, রামকৃষ্ণ মিশনে⛦ পড়াশোনা সূচনার! নিজের ছেলেকে খুন করা এই AI ☂সংস্থার CEO কে?
উল্লেখ্য, এই করণপুর কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী ছিলেন গুরমীত সিং কুনার। তাঁর মৃত্যুতে স্থগিত হয়েছিল এইဣ আসনের ভোটগ্রহণ। এদিকে কংগ্রেস এই কেন্দ্র থেকে প্রার্থী করে মৃত প্রার্থীর ছেলে রূপিন্দরকে। এর আগে এই আসনে গুরমীত জয়ী হয়েছিলেন ২০১৮ সালে। বাবার জেতা আসন ধরে রাখতে সক্ষম হন রূপিন্দর। যার জেরে জোরের ঝটকা লাগে বিজেপির। এর আগে এই কেন্দ্রের নির্বাচনের আগেই প্রার্থী সুরেন্দ্রকে মন্ত্রী করার ঘটনার প্রতিবাদ জানিয়েছিল কংগ্রেস। এতে নির্বাচনী বিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ জানিয়ে হাত শিবির জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। এদিকে গত ৩০ ডিসেম্বর মন্ত্রী হওয়ার ১০ দিনের মধ্যে ভোটে হেরে পদত্যাগ করতে হল বিজেপি প্রার্থী সুরেন্দ্র পাল সিংকে।
সুরেন্দ্রকে গত ৫ জানুয়ারি কৃষি পণ্য মার্কেটিং, সেচ জমি উন্নয়ন, ইন্দিরা গান্ধী খাল, সংখ্যলঘু উন্নয়ন, ওয়াকফ-এর দফতরগুলির দায়িত্ব দেওয়া হয়েছিল। সেদিনই করণপুরে ভোটগ্রহণ হয়। অবশ্য সেই সব দফতরের দায়িত্ব গ্রহণ করেননি সুরেন্দ্র। আর ৮ তারিখ ফল প্রকাশ হলে দেখা যায় সুরেন্দ্র হেরে যান। এদিকে এই ভোটে হার প্রসঙ্গে বিজেপির রাজ্য মুখপাত্র লক্ষীকান্ত ভরদ্বাজ বলেন, 'এই হার আমাদের কাছে অপ্রত্যাশিত। তবে আমরা মানুষের মতামত মাথা পেতে নিচ্ছি। তবে এই কেন্দ🍷্রে কংগ্রেস সহানু🧸ভূতিকে কাজে লাগিয়েছে। আর আমাদের প্রার্থী শুধু কংগ্রেস নয়, গোটা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন।' এদিকে এই হারের পর বিজেপিকে খোঁচা মারতে ছাড়েননি রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, 'বিজেপিকে জনগণ উচিত শিক্ষা দিয়েছে।' এদিকে রাজ্য কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোস্তারা বলেন, 'রাজ্যের মানুষ একমাসের মধ্যেই বিজেপির ওপর আস্থা হারিয়েছেন।'