ভোট গ্রহণ পর্ব শেষ, এবার ভোট গণনার পালা। তার আগে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষায় সম্ভাব্য যে ফলাফল সামনে আসছে তা নিয়ে এই মুর্হুতে তোলপাড় দেশের রাজনীতি। শনিবার এক্সিট পোলে দেশের লোকসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল প্রকাশিত হয়েছে। সেই এক্সিট পোল অনুযায়ী, সিংহভাগ আসনই পেতে চলেছে এনডিএ। তবে এক্সিট পোল খারিজ করে দিয়েছে কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য বিরোধীরা। কংগ্রেস নেতারা রাহুল গান্ধী এক্সিট পোলকে ‘মোদী মিডিয়া পোল’ বলে কটাক্ষ করেছেন। আর এবার কংগ্রে♊সের মুখপাত্র পবন খেরা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের এক্সিট পোলকে ‘বিনোদন’ বলে কটাক্ষ করলেন। শুধু তাই নয়, এর পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: 'যাঁরা মোদ🐈ীক🍰ে জিতিয়ে দিচ্ছেন, তাঁদের…', এক্সিট পোলের পরই বড় সতর্কবার্তা মমতার
একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পবন খেরা বলেন, ’যেখানে এলজেপি ৫টি আসনে লড়ছে সেখানে এক্সিট পোল বলছে এলজেপি ৬টি আসন পাবে। রাজস্থানে যেখানে ২৫ টি আসন রয়েছে সেখানে এনডিএ-কে এক্সিট পোলে দেওয়া হচ্ছে ৩৩ টি আসন। আপনাদের কি মনে হয় যে তামিলনাড়ুতে বিজেপি ১০টি আসন পাবে? তাই এই এক্সিট পোলকে গুরুত্ব সহকারে♏ নেওয়ার কোনও মানে নেই।’ পবনের সংযোজন, ‘আমি এই এক্সিট পোলকে বিনোদন ছাജড়া আর কিছু মনে করি না।’
এখানেই থেমে না থেকে এবারের এক্সিট পোলের পিছনে বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে বল﷽েও আশঙ্কা প্রকাশ করেন কংগ্রেস নেতা। তিনি বলেন, ‘যারা ক্ষমতায় আছে তারা হয়ত শেয়ার মার্কেট ও সাট্টা মার্কেটে প্রভাব ফেলতে এই ধরনের ভুল তথ্য ব্যবহার করছে। তাছাড়া, তারা যদি বড় কিছুর ষড়যন্ত্র করে সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই সমস্ত পরিবেশ তৈরি করে তাহলে সেটা গুরুতর সমস্যা।’