তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূলি দুষ্কৃত𒐪ীকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার সকাল ১০টা নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজে গিয়ে স্বপন মল্লিক নামে ওই🎐 তৃণমূল কর্মীর সঙ্গে দেখা করেন তিনি। দেন পাশে থাকার আশ্বাস।
তৃণমূলের হাতে আক্রন্ত তৃণমূলই
অভিযোগ, গত ১০ এপ্রিল ইদের আগের দিন পূর্ব বর্ধমানের গলসির মনোহর সুজাপুর গ্রামের বাসিন্দা ইদি দিতে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্🐲ত্রী ও ৪ বছরের নাতি। ফেরার পথে পোতনা গ্রামের কাছে তাঁর ওপর হামলা চালায় তৃণমূলেরই অপর গোষ্ঠী। অভিযোগ ইমদাদুল মল্লিক নামে এক তৃণমূল কর্মীর নেতৃত্বে তাঁকে বেধড়ক মারধর করা হয়। কোপানো হয় তাঁকে। যার জেরে তাঁর দেহে একাধিক ক্ষত তৈরি হয়েছে। ভেঙেছে পা।
আরও পড়ুন: রেজিনগরে রাম নবমীর মিছিলে হামলায় যুক্ত মুখ্যমন্ত্রী, বিস্ফ꧑োরক দাবি শুভেন্দুর
পড়তে থাকুন: ভাঙড়ে শওকত মোলার নামে পড়ল পোস্টার, উঠল তৃণমূল🍷 বিধায়ককে গ্রেফতারের দাবি
পুলিশ সূত্রে খবর, মাস কয়েক আগে ইমদাদুলকে মারধরের অভিযোগ উঠেছিল স্বপনের বি꧙রুদ্ধে। তারই পালটা হিসাবে হামলা হয়েছে স্বপনের ওপরে।
হিন্দুদের থেকে নেওয়া জরিমানার টাকা নিয়ে ঝামেলা
ওদিকে স্বপনের স্ত্রীর দাবি, গ্রামের ১০০ দিনের ক🦩াজের টাকা, হিন্দুদের জরিমানার টাকা ভাগ করে নিয়েছেন কয়েকজন তৃণমূল নেতা। মোট প্রায় ৩০ লক্ষ টাকা রয়েছে আঙ্গুর, নুহুর, জাকিরের কাছে। সেই টাকার হিস্সা চাইতেই স্বপনের ওপরে হামলা হয়। আমার স্বামী তৃণমূল করে, যারা হামলা করেছে তারাও তৃণমূল করে। আমার স্বামীকে খুন করতে চেয়েছিল ওরা। বাধা দেওয়ায় আমাকেও মারধর করে। দুষ্কৃতীরা বলছিল, আমরা বিধায়কের অনুগামী। খুন করলেও বিধায়ক আমাদের ঠিক বাঁচাবে।
আরও পড়ুন: মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন,💦 বড় শাস্তি! পাঠানো হল হেডকোয়ার্টা♔রে
দুষ্কৃতীকে দেখতে হাসপাতালে দিলীপ
এহেন স্বপন মল্লিককে দেখতে শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজে পৌঁছে যান দিলীপবাবু। বেরিয়ে এসে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে কী ধরণের হিংসা হচ্ছে তার একটা উদাহরণ দেখলাম আমরা। একটি মুসলিম ছেলেকে রোজার মধ্যে মারধর করা হয়েছে। বেচারা ইদ করতে পারেনি। হাসপাতালে ভর্তি হতে হয়েছে। খুবই গরিব পরিবার। ঘর সংসার চালানো মুশকিল। সাধারণ গরিব মানুষ অত্যাচারিত। আমরাও অত্যাচারিত। সে বেচারাকে দেখে গেলাম আমরা। তღার সঙ্গে থাকব ব🌠লেছি।’