বিগত দু'দিন ধরেই কুণাল ঘোষ নানান ভাবে বিস্ফোরক সব মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন। আর আজ সকাল হতে না হতেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ফের দলের উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দিলেন সদ্য পদ হারানো এই নেতা। এবার তাঁর নিশনায়া আইপ্যাক। এক এক্স বার্তায় তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল হ্যান্ডেলকে ট্যাগ করে তিনি লেখেন, তাঁর মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ যেন আইপ্যাকের প্রতীক জৈনকে দিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের বেশ কিছু দিন আগে থেকেই তৃণমূলের হয়ে কাজ করছে আইপ্যাক। তবে আইপ্যাকের বিরুদ্ধে বারংবার অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলেরই অনেক নেতা। আর এবার বিদ্রোহী কুণালের গলাতেও আইপ্যাকের প্রতি কটাক্ষের সুর শোনা গেল। (আরও পড়ুন: 🍒'গলার কাঁটা' বউবাজারে নিখুঁত 'সার্জারি' মেট্রোর, ক'দিনেই সম্পন্ন বড় কাজ)
আরও পড়ুন: 𒆙জল্পনার অবসান, রায়বরেলি থেকে লড়বেন রাহুল গান্ধী, আমেঠিতে কংগ্রেস প্রার্থী কে?
আরও পড়ুন: 🎉শ্লীলতাহানির অভিযোগ বোসের বিরুদ্ধে, বিতর্কের মাঝে রাজভবনে রাত কাটালেন মোদী
এই প্রসঙ্গে কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি বার্তায় লেখেন, 'তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, 'অপদার্থ' ও 'দলবিরোধী' কুণাল ঘোষের শূন্যপদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদও প্রতীকের প্রাপ্য। দলের মঙ্গল হোক।' (আরও পড়ুন: 🧔মূল সিগন্যাল লাল হলেও এগোচ্ছে লোকাল ট্রেন! শিয়ালদায় বিপদের শঙ্কায় নিত্যযাত্রীরা)
আরও পড়ুন: 🏅ঢুকছে সাগরের বাতাস, তাপপ্রবাহ উধাও হয়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি! কবে? জানাল IMD
༒এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায় যে চাকরি বিক্রি করে টাকা তুলছেন, তা আগে থেকেই জানত দল। এদিকে কুণালের বক্তব্য, ২০২১ সালের বিধানসভা ভোটের আগেই পার্থর দুর্নীতির বিষয়ে জানতে পারে দল। তাই তৃতীয় দফায় সরকার গঠিত হলে শিক্ষামন্ত্রী করা হয়নি পার্থকে। এদিকে কুণাল সংবাদমাধ্যমের কাছে এও দাবি করেছেন, এই শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত এক মন্ত্রী এখনও জেলের বাইরে আছেন। তবে তিনি সেই মন্ত্রীর নাম বলেননি। উল্লেখ্য, উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপির প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেছিলেন কুণাল ঘোষ। এরপরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হয়েছেন বর্ষীয়ান এই নেতা। তাঁর নাম কাটা পরে দলের তারকা প্রচারকদের তালিকা থেকেও।
আরও পড়ুন: ౠমাথাপিছু ১৫০ লিটার থেকে জলের চাহিদা বেড়ে ৪৫০! সঙ্গে নামছে গঙ্গার জলস্তর
🤡তবে কুণাল বিস্ফোরণ ঘটিয়েই চলেছেন। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে শাসকদলকে অস্বস্তিতে ফেলেই কঠিন প্রশ্ন তুলছেন কুণাল। আর তারই মধ্যে আইপ্যাককে তোপ কুণালের। প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় অভিযোগ উঠেছিল, প্রার্থী বাছাইয়ের সময় আইপ্যাকের মতামতকেই গুরুত্ব দেওয়া হয়। এমনকী পুরভোটের সময়ও আইপ্যাকের ভূমিকা নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠেছিল। আবার দলের মধ্যে যখন নবীন বনাম প্রবীণ বিতর্ক তৈরি হয়েছিল, তখনও বিভিন্ন নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজেদের ইচ্ছে মতো পোস্ট করার অভিযোগ উঠেছিল আইপ্যাকের বিরুদ্ধে। এই আবহে কুণাল এবার আইপ্যাকের বিরুদ্ধে সরব হলেন।