হাতে আর তিন দিন। তারপরই বা💧ংলায় সপ্তম দফার ভোটগ্রহণ–পর্ব শুরু হবে। আর তার আগেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ দফার পর্যন্ত ভোট হয়ে গিয়েছে। আর তাতে অভিষেকের হিসেব, তৃণমূল কংগ্রেস ইত♌িমধ্য়েই ২৩ আসনে জয় নিশ্চিত করে ফেলেছে। ইতিমধ্যেই মাথা, ঘাড়, কোমর, মাজা, হাত রাজনৈতিকভাবে বিজেপির ভেঙে দেওয়া হয়েছে। সপ্তম দফায় হাঁটু আর পা ভেঙে বিসর্জন দিতে জনগণকে আহ্বান করেছেন অভিষেক। নিজের লোকসভা কেন্দ্রে এমন মেজাজেই দেখা গেল তাঁকে।
সপ্তম দফার নির্বাচনে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ যেমন রয়েছে তেমনই আছে বসিরহাট, ডায়মন্ডহারবার, জয়নগর, মথুরাপুর, দমদম ও যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট। অভিষেকের কেন্দ্রেও ভোট আছে। তাই তিনি ১ জুন সেখানেই থাকবেন। আজ বিকেলে ডায়মন্ডহারবারে এক রোড–শো শেষে অভিষেক আত্মবিশ্বাসী সুরে দাবি করেন, ‘৩৩টি আসনে এখনও পর্যন্ত ভোট হয়েছে। তার মধ্যেই তৃণমূল কংগ্রেস ২৩টি আসন পার করে গিয়েছে।’ সুতরাং বেশিরভাগ আসন যে তৃণমূল কংগ্রেস প🌼াচ্ছে সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। তাহলে বিজেপির কী হবে? সে বিষয়েও অভিষেক জানান, ডায়মন্ড হারবারে বিজেপিকে ‘দফারফা’ করে দেবেন।
আরও পড়ুন: ‘আমাদের আর্শীবাদ ক💮রো’, এন্টালি থেকে বালিগঞ্জ ফাঁড়ি হেঁ🌱টে রিজওয়ানুর মাকে আর্জি মমতার
যদিও বিজেপি নেতারা এখনও দাবি করে যাচ্ছেন, তাঁরা বাংলা থেকে ৩০টি আসন পাবে এবং আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপির সবচেয়ে বেশি সাফল্য আসবে পশ্চিমবঙ্গ থেকেই। তবে আজ নিজের পুরনো কথাও মনে করিয়ে দেন অভিষেক। ডায়মন্ডহারবারের প্রার্থী জানান, তিনি আগে বলেছিলেন এবারের ভোটে তৃণমূল কংগ্রেসের আসন ২০১৯ সালের থেকে একটি হলেও বাড়বে। সেই কথার ব্যাখ্যা দিতে গিয়ে এবার অভিষেক বলেন, ‘২০১৯ সালের ভোটে তৃণমূল কংগ্রেস ২২টি আসন পেয়েছিল। যদি খুব খারাপ হয়, যদি পৃথিবী রসাতলে যায়, তাহলেও ২৩ হয়। এখনও পর্যন্ত ৯টি আসনে ভোট বাকি আছে। ৩৩টি আসনে ভোট হয়েছে। তার মধ্যেই তৃণমূওল ২৩ পার করে গিয়েছে।’