মমতাকে নিয়ে মিম বানানোর অভিযোগ উঠেছে। এনিয়ে কলকাতা পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে। তবে এবার বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, বৃহত্তর কলকাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে🏅 কুরুচিপূর্ণ হোর্ডিং করা হয়েছে। এনিয়েও তিনি কলকাতা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, রিল্যাক্স কলকাতা পুলিশ। আপনাদের হাতে আরও ইস্যু রয়েছে। …যে মহিলারা শাসকদ✃লের বাইরে অন্য় আদর্শ মানছেন তাদের উপর হামলা করছে তৃণমূল। গ্রেটার কলকাতা এলাকায় তারা প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ হোর্ডিং টাঙাচ্ছেন। তাদের নিয়ে আপনি কী করবেন?
নির্বাচন কমিশন🎃েরও দৃষ্টি আ⛄কর্ষণ করা হয়েছে। বলা হয়েছে এটা হল সেই কলকাতা পুলিশ যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরকে গ্রেফতার করেছিল যিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের একটা কার্টুনকে শেয়ার করেছিলেন। তারাই আবার এসেছেন।
এরপরই তিনি দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে কিছুটা অশোভনভাবে উপস্থাপিত করা হয়েছে। একটা হোর্ডিংয়ে লেখা হয়েছে গণতন্ত্রের ধ্বংসকারী। অপর একটি হোর্ডিংয়ে লেখা হয়েছে। ভক্তরা ঢপ রান্না হচ্ছে। সেখানেও একটি কুরুচিপূর্ণ ছবি ব্যবহার করা হয়েছে বলে দাবি বিজেপির। এনিয়ে তাদের পক্ষ থেকে তীব্🐓র প্রতিবাদ জানানো হয়েছে। কেন প্রধানমন্ত্রী সম্পর্কে ▨এই ধরনের ছবি যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল একেবারে চরমে উঠেছে।
এদিকে মমতাকে নিয়ে মিম বানানো হয়েছে বꦚলে অভিযোগ। তারপরই কলকাতা পুলিশ এনিয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে বলে খবর। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে মোদীকে নিয়ে যারা এই ধরনের ছবি ব্যবহার করল তাদের বি🐷রুদ্ধে কি আদৌ ব্যবস্থা নেওয়া হবে?
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ♈্যায়কে নিয়ে মিম বানানোর জের। কলকাতা পুলিশ এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে। কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে যারা এই কাজ করেছেন তাদের পরিচিতি ও ঠিকানা জানাতে হবে।
কলকাতা পুলিশ একটি টুইটের জবাবে বলেছে, আপনাদের নির্দেশ দেওয়া হচ🀅্ছে যে আপনি অবিলম্বে আপনার নাম আর বাড়ির ঠিকানা জানান। যদি আপনি তথ্য় না জানান তবে ৪২ সিআরপিসিতে আপনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তবে এবারই প্রথমবার পুলিশ বাংলার মুখ্য়মন্ত্রীকে নিয়ে নানারকম কার্টুন ও মিম তৈরির বিরুদ্꧃ধে পদক্ষেপ নিচ্ছে তা নয়। এর আগেও তার নজি🅷র রয়েছে। ২০২২ সালে একজন ইউটিউবারকে নদিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল। তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে মিম বানিয়েছিলেন।