দুটি ছবি পাশাপাশি। একদিকে মনোনয়ন জমা দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অন্যদিকে মনোনয়ন জমা দিচ্ছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এই দুটি ছবি পোস্ট করে বঙ্গ বিজেপির তরফে লেখা হয়েছে' পার্থক্য স্পষ্ট। নীচে লেখা, একজন দেশের প্রধানমন্ত্রী। আর একজন রাজ্যের তোলামূল কোম্পানির কর্তা।'এবার প্রশ্ন ফারাকটা ঠিক কোন জায়গায় নির্দিষ্ট করতে চেয়েছে বঙ্গ বিজেপি? সেটা অবশ্য় সরাসরি কিছু বলা হয়নি। তবে নেটপাড়ায় এনিয়ে জোর চর্চা চলছে। প্রধানমন্ত্রী যেখানে মনোনয়ন জমা দিচ্ছেন সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন। আর যে সরকারি আধিকারিক সেই মনোনয়নপত্র জমা নিচ্ছেন তিনি বসে রয়েছেন। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একেবারে বিপরীত ছবি। সেখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একটি কাগজ জমা দিচ্ছেন। আর অপরজন সেটি দাঁড়িয়ে থেকেই নিচ্ছেন। সম্ভবত সেই পার্থক্যের কথা বলা হয়েছে। তবে এই দুটি ছবির সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। দুটি ছবিই পোস্ট করেছে বিজেপি ওয়েস্ট বেঙ্গল। তবে এই ছবি পোস্ট করার পরে নানা মন্তব্য উড়ছে সোশ্য়াল মিডিয়ায়। একজন লিখেছেন যে আমরা জানি যে মোদী বরাবরই পিকচার পারফেক্ট। সব কিছুই তিনি নিখুঁত করেন( রাজনৈতিকভাবে)। অপর এক নেট নাগরিক মোদীর একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে মোদীর নানা ধরনের পোশাক পরে বক্তব্য রাখছেন। অপর একজন প্রশ্ন করেছেন নীল সাদা জামা পরেছেন কেন? আপনাদের পার্টির বক্তা তো আগে বলতেন নীল সাদা দিদির রঙ, তা উনি কি দিদির লোক?এদিকে এবার মোদীর হলফনামায় সম্পত্তির পরিমাণও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, শেষ ৫ বছরে মোদীর আয়ের হিসাব-হলফনামায় মোদী জানিয়েছেন, ২০১৮-১৯ সালে তাঁর আয় ১১.১৪ লাখ টাকা থেকে বেড়ে ২০২২-২৩ সালে তাঁর আয় ২৩.৫৬ লাখ টাকা হয়েছে। জানানো হয়েছে, ২০১৯-২০ সালে ১৭,২০,৭৬০ টাকা, ২০২০--২১ সালে মোদীর আয় ছিল ১৭,০৭,৯৩০ টাকা, ২০২১-২২ সালে আয় ১৫,৪১,৮৭০ টাকা, ২০২২-২৩ সালে আয় ২৩,৫৬,০৮০ টাকা হয়েছে।মোদীর মোট সম্পত্তি- হলফনামায় মোদী জানিয়েছেন, তাঁর বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ৩,০২ কোটি টাকা। প্রধানমন্ত্রীর হলফনামায় রয়েছে, এসবিআইতে তাঁর ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৩৩৮ টাকার এফডি রয়েছে।তাঁর কাছএ এনএসসসিতে রয়েছে ৯,১২,৩৯৮ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ৫২,৯২০ টাকার।