Narendra Modi: 'যারা ভোট লুঠ করতে চাইছে, তাদের জন্য এবার…' সুপ্রিম রায় নিয়ে উচ্ছসিত মোদী Updated: 26 Apr 2024, 04:39 PM IST Satyen Pal Share ইভিএম নিয়ে বিরাট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার তানিয়ে ভোট লুঠেরাদের সতর্ক করলেন মোদী। 1/4ইভিএম নিয়ে যাদের নানা রকম সন্দেহ রয়েছে তা নিয়ে এবার বিরাট রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এবার সেই সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে বিরোধীদের একহাত নিচ্ছেন বিজেপি নেতৃত্ব। বিহারে একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের কটাক্ষ করেন। এই বিরোধীরাই ইভিএম নিয়ে সাধারণ মানুষের মনে নানা ধরনের সন্দেহ তৈরি করে দিচ্ছে। বলেন মোদী।(ANI Photo) (HT_PRINT) 2/4তিনি জানিয়েছেন, সেই অতীতের কাগজের ব্যালটের দিন আর ফিরে আসবে না। তিনি কার্যত এনডিএ ও ইন্ডিয়া জোটের মধ্য়ে যে ফারাক রয়েছে সেটা বার বার তুলে ধরার চেষ্টা করেন। (HT_PRINT) 3/4প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আজ গোটা বিশ্ব ভারতের গণতন্ত্রের প্রশংসায় পঞ্চমুখ। গোটা দেশের যে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনে প্রযুক্তির ব্যবহার এটা প্রশংসা করে গোটা বিশ্ব। আর কিছু মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ইভিএমকে কালিমালিপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। (PTI Photo) (HT_PRINT) 4/4মোদী জানিয়েছেন, দেশের গণতন্ত্রের শক্তির উপর খেয়াল রাখুন। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের প্রতি আস্থা রাখুন। যারা ব্যালট বাক্স লুঠ করার মতলব করছিল তাদের জন্য সুপর্রিম কোর্ট বিরাট রায় দিয়েছে। যার জেরে তাদের সব স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। (ANI Photo) (HT_PRINT) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি