লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রচারে হেলিকপ্টার ব্যবহারের তথ্য প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের প্রকাশ করা 🤪তথ্য অনুসারে এবার হেলিকপ্টার ব্যবহারে অন্য দলগুলিকে এক ডজন গোল দিয়েছে তৃণমূল। হে꧂লিকপ্টারে অন্যদের থেকে কয়েক মাইল এগিয়ে তারা।
আরও পড়ুন - BJP এলে সাসপেন্ড করব, শাহজাঁহার থেকেও খারাপ হাল হবে, পু🔯লিশকে হুঁশিয়ারি শুভে꧑ন্দুর
পড়তে থাকুন - শিলিগুড়ির বাসিন্দাদের ২০ দিন ൩ধরে বিষ খাইয়েছে তৃণমূল, বিস্ফোরক দাবি শংকর ঘোষের
গত কয়েকটি নির্বাচনেই রাজ্যে ভোটপ্রচারে হেলিকপ্টারের ব্যবহার লক্ষ্যনীয়ভাবে বেড়েছে। এবারের লোকসভা নির্বাচনে আকাশে ঝড় তোলে তৃণমূল ও বিজেপি। ২ দলেরই একাধিক নেতা হেলিকপ্টার ব্যবহার করে প্রচার চালিয়েছেন। তার মধ্যে যেমন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুক্রবার কমিশনের ꦉপ্রকাশ করা তথ্য বলছে লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে তৃণমূলের ৫২১টি কর্মসূচিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকলেও অনেক পিছিয়ে রয়েছে বিজেপি। তারা রাজ্যে ১২৪টি কর্মসূচিতে হেলিকপ্টার ব্যবহার করেছেন। এছাড়া কংগ্রেস ২টি কর্মসূচিতে হেলিকপ্টার ব্যবহার করেছে। সিপিএম বা অন্য কোনও বাম দল হেলিকপ্টারের ব্যবহার করেনি। তথ্য বলছে ভোটে তৃণমূল বিজেপির তুলনায় ৪ গুণেরও বেশি হেলিকপ্টার ব্যবহার করেছে।
কমিশনের প্রক🌠াশ করা তথ্য বলছে। এবারের লোকসভা নির্বাচনে দেশের মধ্যে সব থেকে বেশি প্রচার কর্মসূচি হয়েছে পশ্চিমবঙ্গে। সেখাღনে ১ লক্ষের বেশি সভা - সমাবেশ ও মিছিল হয়েছে। সব থেকে বেশি কর্মসূচি হয়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে হয়েছে ১০,৬৮৮টি কর্মসূচি।
আরও পড়ুন - আগ﷽াম এলেন মেঘদ൲ূত, কেরলের সঙ্গে একই দিনে পশ্চিমবঙ্গেও ঢুকে পড়ল মৌসুমী বায়ু
রাজ্যে ভোটপ্রচারে ক্꧙রমবর্ধমান খরচে আশঙ্কার কারণ দেখছেন সমাজতত্ববিদরা। তাদের মতে, যে ভাবে ভোট প্রচারে বাহুল্য বাড়ছে তাতে রাজনীতির প্রকৃত উদ্দেশ ব্যর্থ হতে পারে। ওদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ব্যক্তিনির্ভর রাজনীতির জন্যই হেলিকপ্টারের মতো দ্রুতগামী যানের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের উদ্দেশ ব্যর্থ হবে বলে মনে করছেন তাঁরা।