এবারও তৃণমূলের টিকিট পেলেন না অর্জুন সিং। গত কয়েকদিন ধরে বিধায়ক সোমনাথ শ্য়াম একেবারে প্রকাশ্য়েই অর্জুন সিংয়ের টিকিট প্রাপ্তি যাতে না হয় সেকারণে তীব্র বিরোধিতা করছিলেন। তবে রবিবাসরীয় ব্রিগেডে দেখা গেল তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই অর্জুন সিংয়ের।এবার প্রশ্ন তবে কি আবার বিজেপিতে ফিরে যাবেন অর্জুন। ইতিমধ্য়েই অর্জুন অনুগামীরা এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সেক্ষেত্রে এবার অর্জুন সিং কী পদক্ষেপ নেন সেদিকে নজর রয়েছে বিভিন্ন মহলের। কারণ পাঁচ বছর আগে তৃণমূলের টিকিট না পেয়েই তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন। এরপর একের পর এক তোপ দাগতেন তিনি তৃণমূলের বিরুদ্ধে। লড়াই নিঃসন্দেহে কঠীন ছিল। তবে সেই লড়াইতেও জিতে গিয়েছিলেন অর্জুন। পরে আবার তিনি ফিরেও আসেন তৃণমূলে। কিন্তু এবারও টিকিট পেলেন না তিনি।ব্যারাকপুর আসনে অর্জুনের বদলে প্রার্থী করা হয়েছে মন্ত্রী পার্থ ভৌমিককে। তিনি সংবাদমাধ্য়মে জানান, আমি আগে থেকে কিছু জানতাম না। দল যেভাবে বলবে সেই অনুসারে পদক্ষেপ নেব।কিন্তু অর্জুন কী বলছেন? আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, অর্জুন সিং জানিয়েছেন, সবার আগে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলব। তাঁরা যা সিদ্ধান্ত জানাবেন সেটাই আমার সিদ্ধান্ত।সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দেড় বছর ধরে দলের দায়িত্বে ছিলাম না। শুধু সাংসদ ছিলাম। আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে। দলে যিনি এনেছিলেন তিনিই বলেছিলেন। এবার টিকিট দেওয়া হয়নি। …আগে জানলে তো আসতামই না।…একেবারে মোক্ষম কথা জানিয়ে দিয়েছেন অর্জুন। তবে কি দিন দুয়েকের মধ্যেই শিবির বদল হবে? তার আগেই রাস্তায় নামিয়ে দেওয়া হল কর্মী সমর্থকদের? তবে সূত্রের খবর, বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার পরেও অর্জুন সিংকে সরাসরি আক্রমণ করতেন না বিজেপি নেতৃত্ব। আর তৃণমূলে ফেরার পরেও আর আগের মতো সেই কদর পাননি অর্জুন নিজেও। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সোমনাথ শ্য়ামের তোপ সহ্য করেও আশায় আশায় বসেছিলেন অর্জুন। কিন্তু শেষে মিলল হতাশার খবর। তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই অর্জুনের। এবার কি তিনি সেই ২০২৬ পর্যন্ত অপেক্ষা করবেন? নাকি ফের গেরুয়া শিবিরে নাম লিখিয়ে ফেলবেন? অর্জুনের বিকল্প প্রার্থী কি ওখানে আর কেউ আছে বিজেপির?জগদ্দলের মজদুর ভবন কিছুদিন আগেও কেন্দ্রীয় বাহিনীর পাহারায় থাকত। কিন্তু অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পরেই যেন সুর কেটে যায়। তিনি তৃণমূলের এলেও সেই আগের মতো গমগম করে না মজদুর ভবন। তাছাড়া অর্জুনের পুত্র পবন সিং এখনও বিজেপিতেই আছেন। সেক্ষেত্রে পরিবারের সঙ্গে বিজেপির যোগাযোগ এখনও রয়েছে। তবে কি পার্থ এবার অর্জুনের মুখোমুখি হবেন?