আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী দীপক বর্মণ। প্রায় ২ হাজার ভোটে পিছিয়ে তৃণমূলের সুভাষ রায়।এই কেন্দ্রে এবারে তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুভাষ রায়। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন দীপক বর্মণ। অন্য দিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিএমের ক্ষিতিশচন্দ্র রায়। এই আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত।আলিপুরদুয়ার পুরসভা এবং মাদারিহাট–বীরপাড়া, আলিপুরদুয়ার–১, আলিপুরদুয়ার–২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম–এই ছয়টি ব্লক নিয়ে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়। এই জেলায় ৬৬টি গ্রাম পঞ্চায়েত ও ৯টি সেনসাস টাউন আছে। জেলার সদর আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলার থানাগুলি হল আলিপুরদুয়ার, শামুকতলা, কুমারগ্রাম, ফালাকাটা, কালচিনি, জয়গাঁ, মাদারিহাট ও বীরপাড়া। এই জেলায় ভারতের দু’টি জাতীয় উদ্যান আছে - বক্সা ও জলদাপাড়া জাতীয় উদ্যান। আলিপুরদুয়ার পুরসভা ছাড়াও এই জেলায় ছ’টি ব্লকের অধীনে ন’টি সেনসাস টাউন ও ৬৬টি গ্রামপঞ্চায়েত আছে।