🧸 বিধু বিনোদ চোপড়া পরিচালিত টুয়েলভথ ফেল দর্শকদের যে বেশ মনে ধরেছে সেটা স্পষ্ট। টুকটুক করে দুই সপ্তাহে বেশ ভালোই আয় করেছে এই ছবি। প্রথম দিন সেভাবে ব্যবসা না করতে পারলেও ধীরে ধীরে ছবির আয় বেড়েছে। প্রথম দিন টুয়েলভথ ফেল বক্স অফিসে ১.১১ কোটি টাকা আয় করেছেন এরপর প্রথম সপ্তাহে এই ছবি ১৩.০৪ কোটি ঘরে তুলেছিল। দ্বিতীয় সপ্তাহে মনে করা হয়েছিল এই ছবির আয় কমবে। কিন্তু সেটা হওয়ার বদলে দ্বিতীয় সপ্তাহে উল্টে এই ছবি বেশি আয় করল।
টুয়েলভথ ফেল ছবির মোট আয় কত?
𒁃দ্বিতীয় সপ্তাহের শুক্রবার ১.৭৬ কোটি টাকা আয় করেছে এই ছবির। শনি এবং রবিবার যথাক্রমে এই ছবি ৩.৪২ কোটি এবং ৩.৩৩ কোটি টাকা আয় করেছে। তারপর সোমবার থেকে বৃহস্পতিবার আয়ের পরিমাণ কমলেও মোটামুটি একটা গতি বজায় রেখেছে বিক্রান্ত মাসের ছবি। সোমবার ১.৩২, কোটি, মঙ্গলবার ১.৪১ কোটি, বুধবার ১.৪৬ কোটি এবং বৃহস্পতিবার ১.৪৫ কোটি টাকা আয় করেছে বলেই জানানো হয়েছে রিপোর্টে। ফলে দ্বিতীয় সপ্তাহে এটি মোট ১৪.১৫ কোটি টাকা আয় করেছে। ফলে টুয়েলভথ ফেল ছবিটির মোট বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ২৭.১৯ কোটি টাকায়।
আরও পড়ুন: 🦄তেজসের ভরাডুবি ঘটতে না ঘটতেই নতুন ছবিতে সই কঙ্গনার! এবার কোন ছবিতে দেখা যাবে ‘কুইন’কে?
আরও পড়ুন: 🌠মুক্তির আগেই ভাইজানের খেল! অগ্রিম টিকিট বিক্রিতে ১২ কোটির ওপর কালেকশন সলমনের ছবির
টুয়েলভথ ফেল ছবি প্রসঙ্গে
✱টুয়েলভথ ফেল ছবিটিতে উচ্চাকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা, মন দিয়ে পড়াশোনা করা, চেষ্টা, এবং হাজারো প্রতিকূলতার পর লক্ষ্যপূরণের গল্প উঠে এসেছে।
🎉এই ছবিটি তৈরি করা হয়েছে অনুরাগ পাঠকের গল্পের বইয়ের ভিত্তি। তাঁর লেখা এই বইটি অন্যতম সেরা বিক্রিত বই যেখানে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর গল্প বলা হয়েছে। বিক্রান্ত মাসে ছাড়াও এই ছবিতে আছেন মেধা শঙ্কর। বিক্রান্তের বিপরীতেই তাঁকে দেখা গিয়েছে এখানে।