গানের দুনিয়ায় নক্ষত্র পতন। প্রয়াত বাংলা গানের সুরকার অ𝄹ভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান সুরকারের প্রয়াণের খবর জানিয়ে পোস্ট করেছেন সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, আশা ভোঁসলে-এর মতো বর্ষীয়ান শিল্পীর গানে সুর দিয়েছিলেন তিনি।
সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আফশোস প্রকাশ করে রূপঙ্ক বাগচী জജানিয়েছেন, ‘চলে গেলেন মেসোমশাই!’ তাঁর কথায়, ‘বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মাঝে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। দিন কয়েক আগে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন সুরকার। সোমবার সকালেই খবর পাই, তিনি নেই!’
হৈমন্তী শুক্লার গাওয়া বিখ্যাত গান ‘এখনও সারেঙ্গিটা বাজছে’র সুর দিয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর সুরে আশা ভোঁসলে গেয়েছিলেন ‘ও পাখি উড়ে আয়।' ভাষা দিবসে শিল্পীর প্রয়꧒াণে শোকস্তব্ধ গানের জগতের অনেকেই। বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোমচৌধুরী শোকপ্রকাশ করে জানিয়েছেন, ‘আমাদের সময় যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একে একে চলে যাচ্ছেন গীতিকার, সুরকার, শিল্পীরা। আমার বহু ছবির গানের সুরকার অভিজিৎদা।’
প্রয়া𒊎ত সুরকার রেখে গিয়েছেন স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা সন্তানকে। শেষ শ্রদ্ধা জ্ঞাপনে প্রয়াত গীতিকার-সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ শায়িত থাকবে ‘বাণীচক্র-এ।