শহরে বাদামী হায়নার হানা। আর এবার তারই কবল থেকে বাঁচাতে ফিরছেন গোয়েন্দা দীপক চট্টোপাধ💞্যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। এমনটাই ঘটতে চলেছে। আসলে এই গোয়েন্দা দীপক আর কেউ নন, ইন🎶ি হলেন আবির চট্টোপাধ্যায়।
শ্রী স্বপনকুমারের গল্প 'বাদামী হায়নার কবলে' নিয়ে এই ছবিটি বানাচ্ছেন পরিচালক দেবালয় ভট্টꦕাচার্য। আর দেবালয়ের সেই ছবিতেই গোয়েন্দার চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্য়ায়কে। ১২ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। গত অক্টোবরেই মুক্তি☂ পেতে চয়েছিল এই ছবির টিজার। ছবিতে আবির ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-সম্পত্তি নিয়ে বচ🎐সা, রাগের মাথায় গুলি চালিয়ে বসেন, খুনের দায়ে গ্রেফতার 'মহাভারত' অভিনেতা
এর আগে পরিচালক দেবলয় ভট্টাচার্য জানিয়েছিলেন, তাঁর বহুদিনের স্বপ্ন ছিল যে স্🐭বপনকুমারের গল্প নিয়ে ছবি বানাবেন। আর এবার দেবালয়ের সেই স্বপ্নই পূরণ হয়েছে। আর এবার দেবালয় তাঁর ছবিতে ফিরিয়ে আনছেন বাংলা ছবির বাঁধাধরা গোয়ান্দা অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। তবে একটু অন্যভাবে। আবিরের ব্যোমকেশ, ফেলুদার ইমেজ ভাঙার জন্য তাঁকে এমন এক চরিত্রে কাস্ট করেছেন, যেখানে তিনি ভীষণ ক্লান্ত। নিজের অস্বিত্ব নিয়েই প্রশ্ন তোলে সে। আবিরের সত্যান্বেষী সত্তা যেন এবার আতস কাচের তলায়।
এক সাক্ষাৎকারে দেবালয় বলেছিলেন, ‘আমাদের চারপাশে শহরটা খুব একঘেয়ে হয়ে গিয়েছে। এই শহরের গোয়েন্দারা, গোয়েন্দা গল্প নিয়ে ছবিগুলি বড়ই নীরস। এখানে কল্পনা হারিয়ে যাচ্ছে। শহরটাকে লার্জার দ্যান লাইফ চরিত্র𓃲 দেওয়ার জন্য আমার স্বপনকুমারকে দরকার ছিল, তাঁর জগৎটাকে দরকার ছিল। এবার তাঁর চোখ দিয়েই এই শহরটাকে দেখা হবে।’
প্রসঙ্গত, স্বপনকুমারের গল্পে খলনায়কও তাঁর কল্পনাপ্রসূত। তারাও আসে রূপকথার জগৎ থেকেই। আর সেকারণেই হয়ত এখানে খলনায়ক কোনও বাদামী হায়না। আর এবার সেই গল꧑্পকেই তুলে ধরতে চলেছেন দেবালয়।