বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankush: 'মেয়ের গায়ে হাত দিতে অনুমতি লাগে না, অপরাধীর নারকো টেস্টে লাগে…', সরব অঙ্কুশ, কী বলছে নেটপাড়া?
পলিগ্রাফ টেস্টে সম্মতি ছিল। তবে নারকো অ্যানালাইসিস টেস্টে সম্꧂মতি নেই কলকাতা পুলিশের সিভিক ভলিন্টিয়ার সঞ্জয় রাই-এর। CBI-এর নারকো টেস্টের আবেদনে শুক্রবার শিয়ালদহ হাইকোর্টে এই পরীক্ষায় আপত্তি জানায় সে। এরপর বিচারক বলেন, যাঁর নারকো অ্যানালিসিস টেস্ট করা হবে, তাঁর সম্মতি ছাড়া এটা করা শুধু অসাংবিধানিকই নয়, এটা ত💜াঁর মানবাধিকার লঙ্ঘন। এই আবহে সিবিআই-এর নারকো টেস্টের আবেদন খারিজ করা হয়।
এই ঘটন♉ায় এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা। কী লিখেছেন অঙ্কুশ?
অঙ্কুশ লেখেন, ‘একটি মেয়ের গায়ে হাত দেওয়ার জন্য অনুমতি ল🙈াগুক বা না লাগ🌠ুক। তবে একজন ধৃত আসামীর উপর নারকো টেস্ট করাতে গেলে তার অনুমতি থাকাটা জরুরী। বাহ রে আমাদের আইন।’
আরও পড়ুন-'হাতটা ক্রমেই শরীরের নিচের দিকে…' অরিন্দম শীলের বিরুদ্ধে মুখ খুললেন আরও এক অভিনে🌟ত্রী