বিগ বসের সুবাদে গোটা দেশের ফেবারিট হয়ে ওঠেছেন শেহনাজ গিল। তাঁর মিষ্টি স্বভাব আর হাসির দিওয়ানা নয়, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কেরিয়ারের শুরুতেই ব্যক্তিগত জীবনে নেমে এসেছিল বিরাট ধাক্কা, তবে সেই ঝড🎃় সামলে এখন স্বাভাবিক ছন্দে ফিরেছেন শেহনাজ। শীঘ্রই ভাইজানের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন ‘পঞ্জাবের ক্যাটরিনা’। তবে আপতত নিজের টক শো ‘দেশি ভাইবস উইথ শেহনাজ’-এর জেরে চর্চার কেন্দ্রব♉িন্দুতে অভিনেত্রী।
শেহনাজের শো-এর নতুন অতিথি হিসাবে দেখা মিলল রাকুল প্রীত সিং-এর। ‘ছত্রিওয়ালি’র প্রচারে রাকুল হাজির হয়েছিলেন শো'তে। স্বাভাবিকভাবেই স্কুলের যৌন শিক্ষার বিষয়টি উঠে এল দুজনের আলোচনায়। কারণ এই ছবির বিষয়বস্তুই এই সংবেদনশীল অথচ সমাজে ট্যাবু হিসাবে পরিচিত এই বিষয়কে ঘিরে। শেহনাজ ফাঁস করেন স্কুলে শিক্ষিকা জননতন্ত্রের অধ্যায় পড়ানোর সময় মন দিয়ে শুনছিলেন তিনি। সব বিষয়ে অধিক কৌতুহলি শেহনাজ পালটা প্রশ্ন করে বসেন, ‘এটা কি আমরা প্র্যাক্টিক্যাল 🔯করতে দেখতে পারি?’ এমন কথা শুনে নিঃসন্দেহে কপালে বকা জুটেছিল শেহনাজের। ‘শাট আপ’ বলে তাঁকে চুপ করিয়ে দেন শিক্ষিকা। তবে আক্ষেপের সুরে শেহনাজ বলেন, ‘ম্যাডাম আমাক🍷ে সহজভাবে বিষয়টা বুঝিয়ে দিতে পারতেন।’
শেহনাজের সঙ্গে সহমত রাকুলও। তিনি বলেন, শিক্ষকের কাজ সহজভাꦿবে বিজ্ঞানকে তুলে ধরা, সেটা করলেই সবটা সহজ হয়ে যেত। রাকুলের কথায়, ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে যৌনশিক্ষার যথেষ্ট অভাব রয়েছে। আর সমা❀জে বদল আনতে হলে সবার প্রথম শিক্ষিকদের মনোভাবে পরিবর্তন আসাটা জরুরি।
এখানেই শেষ নয়, শেহনাজ ছেলেবেলার আরও এক মজাদার স্মৃতি ভাগ করে নেন। কীভাবে তাঁর জন্ম হল? বাচ্চা বয়সে হামেশাই মা'কে এই প্রশ্ন জর্জরিত করতেন শেহনাজ। জবাবে মা বলতেন, ‘আমি ছাদে দাঁড়িয়ে নিজের ওড়নাটা পেতে বাবাজির কাছে প্রার্থনা করেছিলাম যে আমাকে একটা মিষ্টি মেয়ে দিন, আর ব্যাস, তারপরই আকাশ থেকে তুই পড়লি আর আমি তোকে লুফে নিলাম’। মায়ের কথা শুনে অনেকবার ছাদে গিয়ে ওড়না পেতে বাবাজির কাছে বাচ্চার প্রার্থনা করেছেন শেহনা🐷জ, তবে পর মুহূর্তেই ভয় শিউরে উঠতেন, যদি সত্যি বাচ্চা আকাশ থেকে পড়ে তাহলে সে কী করবে? এই ভিডিয়ো ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, পরিচালক তেজস দেওস্কারের ꦯ‘ছত্রিওয়ালি’ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। স্কুলে সেক্স এডুকেশনের গুরুত্ব নিয়ে তৈরি এই ছবিতে রাকুল ছাড়াও অভিনয় করেছেন সুমিত ব্যাস এবং সতীশ কৌশিক।