বক্স অফিসের পর ওটিটিতেও রীতিমতো ঝড় তুলেছিল কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিজ’। এবার অস্কার ২০২৫-এর মঞ্চে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করবে আমির খান প্রোডাকশনের এই ছবি। আগামܫী বছর অস্কারে ভারতের অফিসিয়্যাল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে লাপাতা লেডিজ। আর অস্কারে নির্বাচিত হওয়ার পর শুক্রবার তিলোত্তমার এক অনুষ্ঠানে যোগ দিতে এসে আরজি কর ইস্যুতে মুখ খুললেন কিরণ🌜 রাও।
কলকাতাতে পড়🎃াশোনা, এখানেই বেড়ে উঠা কিরণের। তাঁর ছবির প্রসঙ্গে পরিচালক জি ২৪ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'অস্কার এর জন্য নমিনেশন আমাকে অবশ্যই আনন্দ দিয়েছে। এটা একটা খু꧃ব বড় অনুভূতি যে আমি আমার দেশকে রিপ্রেসেন্ট করছি। এটা বড় দায়িত্ব।'
আরও পড়ুন: F🎃FI বিরুদ্ধে রেগে লাল🐼 নেটিজেনরা, অস্কারে ‘লাপাতা লেডিস’-এর যাওয়া নিয়ে ফের বিতর্ক!
তবে কেবল নিজের ছবির কথা নয়, শহরের বুকে ঘটে যাওয়া ভয়ঙ্কর আরজি ꧟কর কাণ্ড নিয়েও সরব হন কিরণ। তিনি বলেন, ‘আরজি কর ইস্যুকে কেন্দ্র করে চলা এই শহরের প্রতিবাদ দেখে আমি অভিভূত। যেভাবে সমাজের সব অংশের মানুষ পথে নেমেছেন এই ঘটনাকে কেন্দ্র করে, তা আমাকে অনুপ্রাণিত হয়েছি। দেশ জুড়ে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা খুব জরুরি।’
তাছাড়াও মেয়েদের পরিচয় তৈরি প্রসঙ্গে পরিচালক বলেন, 'আমার পরিচয় আমার। এই বারও যখন আমি আমার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করাতে যাই, আমাকে আমার বাবার নাম জিজ্ঞাসা করা হয়। যেহেতু আমি সেপারেটেড, আমি হাসব্যান্ড এর নাম রাখিনি। আমি কোনও দিনই নিজের নাম পদবি পরিবর্তন এর পক্ষে নই। মেয়েদের জন্য এটা সত্যিই অদ্ভুত যে প্রাপ্ত বয়সের পরেও🐟 তাঁদের পিছনে তাঁর স্বামী কিংবা বাবার নাম জানতে চাওয়া হয়ꦫ।’
এই সূত্রেই পরিচালক জানান, তিনি একটা গল্প লিখতে শুরু করেছেন যার পটভূ♏মি এই শহর কলকাতা। সেখানে ৪০এর দশক থেকে শুরু করে বর্তমান সময়ের মহিলাদের নিয়ে নানা কথা উঠে আসবে। তিনটে জেনারেশনের গল্প বলবে সেই ছবি। ইতিমধ্যেই ছবি প্রাথমিক পর্যায়ের কাজ তিনি শুরু হয়েছে। কলকাতাতেই সেই ছবির শ্যুটিং করবেন কিরণ।
আরও পড়ুন: বিদায় ম্যাগি স্মিথ, ৮৯ বছরে থামল ম্যাজিক! শেষ ঘ♔ুমে হ্যারি পটারের দিদিমণি🌱 ম্যাকগোনাগাল
তবে এই কলকাতা তাঁর ভালোবাসার শহরও, তাই কিরণ বলেন, ‘এই বছর অস্কার এর প্রসেস এর জন্য কলকাতা তে আসতে পা꧒রবোনা। কিন্তু আমার অনেক স্মৃতি আছে এই শহর জুড়ে। ফুচকা, কাটি༒রোল, চপ আমি ঘুরে ঘুরে খেতাম। আমি খুবই ফুডি।'
প্রসঙ্গত, করণ রাও পরিচ☂ালিত ছবি 'লাপাতা লেডিজ' প্রযোজনার দায়িত্বে ছিলেন তাঁর প্রাক্তন আমির খান। ছবিতে দুটি মেয়ের গল্পের রূপকে হাজার হাজার মেয়ের জীবনের লড়াইকে তুলে ধরা হয়েছিল। সোজা সাপটা গল্পে যেভাবে নারী ক্ষমতায়নের বার্তা দিয়েছেন পরিচালক, যা মুগ্ধ করেছিল আপামর ভারতবাসীকে। কিরণ রাও পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন নবাগত স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রান্তা এবং নীতাংশী গোয়েল। ছবিতে অভিনেতা রবি কিষাণ এবং ছায়া কদমকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।