‘আলিবাবা: দাস্তান-এ-কবুল’-এর সেটে অভ🐬িনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছিল সকলকে। ২৪ ডিসেম্বর মারা যান তুনি🌞শা। কদিন কাজ বন্ধই ছিল। তবে সায়ন্তনী ঘোষ সম্প্রতি নিশ্চিত করেছেন ফের শুরু হয়েছে শ্যুটিং।
ত👍ুনিশা আর শিজান সম্পর্কে ছিলেন বলেই খবর এসছে। তুনিশার মৃত্যুর দিনকয়েক আগেই তা ভেঙে যায়। তারপর থেকে জে𒅌লে আছেন শিজানও। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তাঁর উপরে। শিজানের নামে থানায় এফআইআর করেছিলেন তুনিশার মা-ই।
‘লোকেশন নিয়ে আমাদের একটু আপোস করে চলতে হচ্ছিল। তবে প্রযোজনা সংস্থার তরফে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ করতে এবং ইতিবাচকতার পরিবেশ তৈরি করাতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। তাঁরা নতুন করে সেটে সাদা রং করিয়েছে। অনেক লাইট লাগিয়েছে। পেইন্টিং ঝুলিয়েছে। গতকাল ওরা সেট খোলে এবং সেটে পুজোও করায়।’ আরও পড়ুন: তুনিশা ম𓆏ৃত্যু মামলায় ফের জাম𝓰িন অধরা শিজানের! 'রহস্যময়ী'র চ্যাট উদ্ধার করল পুলিশ
এদিকে, ফের শিজানের জামিন খারিজ হয়ে গিয়েছে। শুক্রবার মহারাষ্ট্রের পালঘর জেলার আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক আরডি দেশপান্ডে ২৮ বছর বয়সীকে জামিন দিতে অস্বীকার করেন। ২৫ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল শিজানকে। বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে কারাবাস করছেন। অভিনেতার আইনজীবী শৈলেন্দ্র মিশ্র এবং শরদ রাই জানিয়েছেন এবার তাঁরা আদালতের রায়ের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে যাবে। আরও পড়ুন: ‘তুনিশা আর ভাইয়ের ব্রেকআপ মিউচুয়াল’, দাবি শ𝐆িজানের দিদির, 😼‘পুলিশকে প্রমাণ দিয়েছি’