ভারতের অন্যতম সেরা কমেডি ছবিগুলোর নাম করতে বসলে একটি নাম হিসেবে ধামালের কথা উঠে আসবেই। এটা হিন্দি বিনোদন জগতের অন্যতম সফল ফ্রাঞ্চাইজিগুলোর একটি। ইতিমধ্যেই এই ফ্র্যাঞ্চাইজির তিনটি ছবি মুক্তি পেয়ে গিযꦑ়েছে। এই তিনটি ছবি হল ধামাল, ডাবল ধামাল, টোটাল ধামাল। টোটাল ধামাল ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া পেয়েছিল। এটি প্রায় ১৫০ কোটি টাকা কামিয়েছিল। এটিই অন্যান্য দুই ছবির থেকে বেশি ব্যবসা করেছিল বক্স অফিসে। এখন এই সিরিজের চতুর্থ ছꦯবির কাজ শুরু হতে চলেছে।
এই ছবির পরিচালন🅷া করবেন ইন্দ্র কুমার। তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন পরিচালক নাকি ইতিমধ্যেই চতুর্থ ছবির ভাবনা ভেবে ফেলেছিলেন। এবং তিনি তাঁর এই ছবিতে অজয় দেবগনকে নিতে আগ্রহী। বর্তমানে ইন্দ্র কুমার এবং তাঁর দল এই ছবির স্ক্রিপ্ট নিয়ে শেষ পর্যায়ের কাজ কর🧸ছেন। সেটা শেষ হলেই তাঁরা এই স্ক্রিপ্ট নিয়ে অজয় দেবগনের সঙ্গে নাকি বসতে চলেছেন। তাঁর কথা অনুযায়ী যদি সব ঠিকঠাক এগোয় তাহলে হয় ২০২৩ এর শেষেই, কিংবা ২০২৪ -এর শুরুতে এই ছবির কাজ শুরু হবে।
যদি সত্যি এই🌠 ছবিতে অজয় দেবগন কাজ করেন তাহলে এটা তাঁদের অভিনেতা পরিচালক জুটির চতুর্থ ছবি হতে চলেছে। এর আগে তাঁরা একসঙ্গে ইশা, মস্তি, টোটাল ধামাল, থ্যাঙ্ক গড ছবিতে কাজ করেছিলেন। প্রথম দুটো ধামাল ছবিতে সঞ্জয় দত্ত সহ রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, জা🧸ভেদ জাফরি, আশীষ চৌধুরী, মল্লিকা শেরাওয়াত, কঙ্গনা রানাওয়াতকে দেখা গিয়েছিল। অন্যদিকে টোটাল ধামাল ছবিতে অনিল কাপুর এবং মাধুরীকে দেখা যায় অজয় দেবগনের সঙ্গে।
প্রসঙ্গত কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত এবং পরিচালিত ছবি ভোলা। এখানে তাঁকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে। এটি একটি দক্ষিণী ছবির রিমেক। এই ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে। প্রথম সপ্♏তাহান্তে এই ছবি মোট ৪৪.২৮ কোটি টাকার ব্যবসা করেছে দেশে। এখানে তাঁর সঙ্গে টাবুকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে। মিশ্র থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি দর্শক, সমালোচকদের থেকে। এটির প্রযোজনা করেছে অজয় দেবগণ ফিল্মস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, টি সিরিজ ফিল্মস এবং ওয়ারিয়র পিকচার্স। অজয় দেবগন, টাবু ছাড়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দীপক দোব্রিয়াল, বিনীত কুমার, সঞ্জয় মিশ্র, গজরাজ রাও প্রমুখকে দেখা গিয়েছে।