অলিম্পিক্সে মহিলা বক্সিং নিয়ে কিছু দিন আগেই প্রবল বিত💖র্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু সেসব বিতর্কর মুখে ঝামা ঘষে প্যারিস অলিম্পিক্সে তিনি সোনা জেতেন। এবার প্রকাশ্যে এল তাঁর একটি মেকআপ করার ভিডিয়ো। দেখেছেন?
আরও পড়ুন : '১২ বছর পর সেই এক ঘটনা, প্রতিবাꦉদ আর তাও…' আরজ🅺ি কর কাণ্ডে সরব বলিউড, কী লিখলেন সুহানা - হৃতিক - করিনারা?
কী ঘটেছে?
জন্মগত ভাবে পুরুষ বলে অলিম্পিক্সের সময় দেগে দেওয়া হয়েছিল তাঁকে। তিনি নাকি রূপান্তরকামী মহিলা। কিন্তু এসব সমালোচনা, কটাক্ষ, ট্রোলকে উপেক্ষা করে তিনি শেষ হাসি হﷺাসে। বিজয়ী হয়ে স্বর্ণ পদক জয় করেন। এরপর তিনি যাঁরা তাঁকে হেনস্থা করেছেন এই বিষয়ে, টেসলার কর্ণধার এলন মাস্ক সহ জেকে রাউলিংয়ের নামেও কেস করেছেন। আর এসবের মা🅷ঝেই তাঁর একটি অদেখা রূপের ছবি প্রকাশ্যে এল।
আর এই নতুন🎀 ভিডিয়োতে দেখা যাচ্ছে ইমানে খেলি🍨ফ একটি অ্যালজেরিয়ান কাফতান পরে আছেন। সঙ্গে বেশ মেকআপও করেছেন তিনি। ফ্লোরাল কানের দুল পরেছেন পোশাকের সঙ্গে ম্যাচ করেই। তাঁর এই রূপ দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।
কী জানা গিয়েছে খেলিফের কেস করার প্রসঙ্গে?
অ্যালজেরিয়ান বক্সারের আইনজীবী🥀 নাবিল বৌদি জানিয়েছেন অলিম্পিক্স চলাকালীন তাঁর নামে যা যা বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সবটাই পুরুষতান্ত্রিক, জাতিভেদ উস্কানিমূলক কথা। জানা গিয়েছে যে কেস ফাইল করেছেন ইমানে খেলিফ সেখানে নাম রয়েছে জেকে রাউলিং এবং এলন মাস্কের। প্রসঙ্গত তাঁরা দুজনেই খেলিফকে পুরুষ বলে দেগে দিয়েছিলেন।
আরও পড়ুন : 'জানি আমার আরও খারাপ হাল করবেন', মধ্যরাতে 🎶আরজি কর পৌঁছে চাঁচাছোলা ভাষায় মমতাকে আক্রমণ শ্রীলেখার