বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত নাম শুভঙ্কর চট্টোপাধ্যায়। দর্শকদের কাছে এই নাম খুব বেশি চেনা না হলেও ‘দাদাগিরি’, ‘মীরাক্কেল’ থেকে ‘সুপার সিঙ্গার’, ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মতো শো-এর এই পরিচালককে একডাকে চেনে ইন্ডাস্ট্রির মানুষজন। বৃহস্পতিবার আচমকাই বিতর্কের কেꦑন্দ্রবিন্দুতে পরিচালক। সৌজন্যে এক উঠতি অভিনেত্রী তথা বেসরকারি চ্যানেল কর্মীর ফেসবুক পোস্ট। শ্রেয়সী চক্রবর্তী নামের ওই মহিলার অভিযোগ বুধবার মধ্যরাতে তাঁকে ফেসবুক মেসেঞ্জারে প্রায় ২৪ বার ভিডিয়ো কল করেন শুভঙ্কর। সেই নিয়ে হইচই কাণ্ড।
এই ঘটনার পর ২৪ ঘন্টা যেতে না যেতেই ফেসবুকে স্ত্রীর প্রতি ভালোবাসা উজাড় করে দিলেন শুভঙ্কর। পরনে নীল পাঞ্জাবি, সঙ্গে খদ্দরের জ্যাকেট। পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন স্ত্রী বাণীরূপা। পরনে নীল-সাদা জামদানি। স্ত্রীর উদ্দেশে 🌳তাঁর বার্তা, ‘ও মেরে সোনা রে।’ শুক্রবার এমনই এক ছবি পোস্ট করলেন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। বিতর্কের আঁচ ঠাণ্ডা হতে না হ꧒তেই পরিচালকের পোস্ট তৈরি করেছে বেশ কিছু প্রশ্ন।
শ্রেয়সীর অভিযোগ ছিল, মীরাক্কেল’-এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনওরকম পরিচিতি নেই। অথচ বুধবার রাত ২.১৭ থেকে ৩টে পর্যন্ত, ২৪ বার ভিডিয়ো ফেসবꦏুক মেসেঞ্জারে শ্রেয়সীকে লাগাতার ভিডিয়ো কল করেছেন পরিচালক। শ্রেয়সী লেখেন, 'শেষে বিরক্ত হয়ে নিজের ভিডিয়ো বন্ধ করে ওঁর কলটি ধরতে বাধ্য হই। তখ𒅌ন দেখি উনি আকণ্ঠ মদ খেয়ে কোনও কথা বলতে পারছিলেন না’।
মিডিয়ার সঙ্গে এই নিয়ে কোনওরকম কথা না বললেও পরে শ্রেয়সীর কাছে ক্ষমা চেয়ে নেন শুভঙ্কর। এই ঘটনার পরপরই স্ত🎐্রীর সঙ্গে শুভঙ্করের এমꦇন প্রেমমাখা পোস্টকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকে।
২০১৩ সালে বাণীরূপার সঙ্গে বিয়ে হয়েছিল শুভঙ্করের। ইন্ডাস্ট্রিতে ‘হ্যাপি কপল’ হিসাবেই পরিচিত তাঁরা। আপতত ‘সুপার সিঙ্গার ৪’-এর নির্দেশনার দায়িত্ব রয়েছে শুভঙ্করের কাঁধে। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আনা ফেসব𝕴ুক পোস্টও ইতিমধ্যেই মুছে ফেলেছেন অভিযোগকারিণী। শ্রেয়সী লেখেন,'অনেক বিব্রত হয়েছি। অনেক ফোন এসেছে। আর পারছি না। উনি নিজে এবং অনেককে দিয়ে সরি বলিয়েছেন। আমি তা গ্রহণ করলাম এবং এই বিষয় নিয়ে আগামীতে আরও আলোচনা হোক, সেটা চ🌱াই না।'
আরও পড়ুন-‘মদ্যপ অবস্থায়’ মাঝরাতে উঠতি অভিনেত্♔রীকে ভিডিয়ো কল ‘দাদাগিরি’র পরিচালকের, এরপর…
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT A🐼pp বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4au