প্রেম ভাঙলে কেউ মুভ অন করেন, আবার কেউ মনের দুঃখে ভেঙে পড়েন। মুভ অন করার জন্যও অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করেন। কেউ সিনেমা দেখেন, কেউ ঘুরতে যান, কেউ আবার নিজেকে কাজের মিধ্যে ডুবিয়ে দেন। কিন্তু অনন্যা পান্ডে কী করেন? শোনা গিয়েছিল অভিনেত্রী নাকি আদিত্য রায় কাপুরের সঙ্গে গোপনে ডেট করতেন। তবে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয় যে, তাঁরা চলতি বছরের মে মাসে বিচ্ছে🔴দের পথে হেঁটেছেন। তারপর নিজেকে সামলে কীভাবে কাজে ফিরেছেন নায়িকা? এবার তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
বর্তমানে ব෴িক্রমাদিত্য মোতওয়ানের আসন্ন সিনেমা 'সিএনটিআরএল💙'- এর প্রচারে ব্যস্ত তিনি। ৪ অক্টোবর সিরিজটি ওটিটিতে প্রিমিয়ার হবে। তাছাড়াও অভিনেত্রী সম্প্রতি করণ জোহরের 'কল মি বে'-এর হাত ধরে ওটিটি ডেবিউ করেছেন। 'সিএনটিআরএল'- এর এক সাক্ষাৎকারে, তিনি কীভাবে প্রেম ভাঙার পর মনকে শান্ত করেছিলেন সেই বিষয়ে কথা বলেছিলেন। পাশাপাশি তিনি এই সময় নিজেকে ঠিক রাখার জন্য কী করতেন সেই কথাও ভাগ করে নিয়েছিলেন।
তিনি গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ব্রেকআপের পর তিনি 'জব উই মিট'-এর 'গীত'-এর দেখানো পথে হেঁটেছিলেন। তিনিও তাঁর প্রাক্তন প্রেমিকের ছবি পুড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এখন তিনি আরও ভালো ভাবে এই বিষয়গুলি হ্যান্ডেলღ করতে শিখেছেন গিয়েছেন🐼।
আরও পড়ুন: মুখ খুলে🐻 মমতাকে ‘অস🍷ম্মান’ করতে চান না, উৎসব-বিতর্কে তাই নীরবতা বজায় রাখলেন সোহম
তিনি বিশ্বাস করেন যে, বাধ্য হয়ে একটা মানুষকে ব্রেকআপের পর এই বিষয়গুলি করতে হয়। কারণ এরপর আর তাঁর কিছুই করার থাকে না। পাশাপাশি এটা মেনেও নিতে হয় যে কিছুই স্থায়ী হয় না। শেষ পর্যন্ত মনকে আরও শক্ত করতে বা𒁃ধ্য হতে হয়। সবাইকেই এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন নতুন উপায় বের করতে হয়।
অন্যদিকে, ছবির পরিচালক ♍বিক্রমাদিত্য মোতওয়ানে একই প্র💯শ্নে জানান যে, এটার মুখোমুখি হওয়াই একমাত্র সমাধান হল কারও সঙ্গে কথা বলে নয়তো ছবি জ্বালিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা।
আরও পড়ুন: ঢাকের তালে জমল মিঠুন-দেবশ্রীর রসায়ন, ‘শাস্ত🌼্রী’র পুজোর গানে অভিজিৎ-এর কামব্যাক
আর এই কথা শোনা মাত্রই অনন্যা বলেন, ‘কিন্তু আমি এটা করেছি। এটা এমন নয় যে পৃথিবীতে আমিই একমাত্র ব্যক্💯তি যে এটা করেছে। অনেকের করেছেন হয়তো। হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য এটা একটা চমৎকার উপায়।’ অনন্যা আরও উল্লেখ করেছেন যে তিনি বাস্তব জীবনে 'জব উই মেট'-এর কারিনা কাপুরের ‘গীত’ চরিত্রটার সঙ্গে নিজেকে রিলেট করতে পারেন।
অনন্যা পান্ডের কেরিয়ার সম্পর্কে
২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্🎃য ইয়ার ২’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেতღ্রীর। এরপর তিনি ‘খালি পিলি’, ‘গেহরাইয়াঁ’, ‘ড্রিম গার্ল ২’ এবং ‘খো গায়ে হাম কাহা’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
কাজের সূত্রে, অনন্যার প্রথম ওয়েব সিরিজ 'কল মি বে' প্রাইম ভিডিয়োতে বেশ ꦺর♓মরমিয়ে চলছে। এরপরে, তাঁর সাইবার থ্রিলার ‘CTRL’ আসতে চলেছে নেটফ্লিক্সে। সেখানে AI মানুষের জীবনের নিয়ন্ত্রণ কীভাবে নিজের হাতে নিচ্ছে সেই গল্প ফুটে উঠবে। সিরিজটি ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে৷