বক্স অফিসে এক মাসের পরও গর্জে চলেছে অ্যানিম্যাল। শত বিতরꦅ্ক, বিরূপ মন্তব্য, নতুন ছবির রিলিজ কিছুই থামাতে পারেনি সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ছবির আয়কে। এদিকে দেখতে দেখতে রেকর্ড ভেঙে ভারতীয় বক্স অফিসে ৫৫০ কোটি টপকে গিয়েছে এই ছবি। আর তারপরই দুর্দান্ত ঘোষণা করা হল ছবির নির্মাতাদের 🍌তরফে। এখন মাত্র ১০০ টাকাতেই কেনা যাবে অ্যানিম্যাল ছবির টিকিট।
১০০ টাকায় অ্যানিম্যাল ছবির টিকিট!
এদিন অ্যানিম্যাল ছবির যে পেজ আছে এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে ঘোষণা করে লেখা হয় 'আপনার পছন্দের ব্লকবাস্টার দেখুন এখন💫 মাত্র ১০০ টাকায়।' তারপরই অ্যানিম্যাল ছবির একটি পোস্টার দিয়ে সেখানেও এই একই তথ্য দেওয়া হয়। যদিও এখানে যে কিছু শর্তাবলী আ🐓রোপিত আছে সেটা বলাই বাহুল্য।
আরও পড়ুন: ‘শোলের লেখক জাভেদ আখতারকে ভুয়ো বলছ!’ অ্যানিম্যাল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার উপর ক্♔ষুব্ধ নেটপাড়া
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে দীপনের গানে মুগ্ধ শ্রেয়া-বিশাল, চমকে গিয়ে সঞ্জয় কেন বললেন, 'সাইজেই ♕খালি ছোট'
এক ব্যক্তি নিজেও এই তথ্য ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। তিনি অ্๊যানিম্যাল ছবি যে এখন মাত্র ১০০ টাকায় দেখা যাবে সেই কথা ঘোষণা করে লেখেন, 'প🦩্রায় সব জায়গাতেই অ্যানিম্যাল ছবির টিকিটের দাম কমিয়ে ১১২ টাকা করে দেওয়া হয়েছে। যাঁরা এই ছবি এখনও দেখেননি তাঁদের হলে নিয়ে আসার জন্য ছবির নির্মাতাদের এটা দারুণ সিদ্ধান্ত।'
প্রসঙ্গত কিছুদিন আগেই ধুমধাম করে অ্যানিম্যাল ছবিটির সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে বসেছিল চাঁদের হাট। বর্তমানে এই ছবিটি শাহরুখ খানের জওয়ান ছবিটির ঠিক পরেই রয়েছে আয়ের নিরিখে। এটা ব🌌র্তমানে বলিউডের সর্বকালের দ্বিতীয় সব থেকে বেশি ব্যবসা করা ছবি। পাঠান ছবির রেকর্ড ভেঙে এটি এখন দুই নম্বর স্থানে আছে।
অ্যানিম্যাল বক্স অফিস
সোমবার এই ছবিটি বক্স অফিসে মাত্র ৩৫ লাখ ট𒐪াকা আয় করেছে। এখন প্রায় শেষের পথে এই ছবির💃 ব্যবসা। তাই সেটাকে ঘুরে দাঁড় করানোর জন্য যে এই টিকিটের দাম কমানো ছবির নির্মাতাদের শেষ চেষ্টা বলা যায়। সোমবারের এই ৩৫ লাখ টাকা আয়ের পর অ্যানিম্যাল ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫৫০.৮৫ কোটি টাকায়।
আরও পড়ুন: আকাশে ওড়ার জন্য প্রস্তুত হৃতিক-দীপিকা, ফাইটারের নতুন ♉গান ‘হীর আসমানি’তে রয়েছে দেশাত্মবোধের ছোঁয়া