আরজি কর কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ভাসালেন শহর ব্যান্ডের গায়ক অনিন্দ্য বসু। তিনি এদিন এই প্রসঙ্গে একটি ফে𓄧সবুক লাইভ করেন, তাতেই তাঁকে ডুকরে কেঁদে উঠতে দেখা যায়। একই সঙ্গে কাঁদতে কাঁদতে তিনি জানালেন, তিনি একদমই ভালো নেই। প্রশ্ন তুললেন প্রতিবাদ রুখে দেওয়া নিয়ে।
কী জানালেন অনিন্দ্য?
এদিন ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে অনিন্দ্য বসু জানান, 'আমরা কোথায় আছি? এটা কোথায়? আমার জন্ম এখানেই। এখান থেকেই চলে যাব। কিন্তু এই শহরটা চিনতেꦍ পারছি না। প্রতিবাদের ভাষাকে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব দেখে আমি একদম ভালো নেই। ভালো নেই একদম। মেয়েটার মুখ দেখলেই নিজের সন্তানের মুখ মনে পড়ে।'
তিনি আরও জানান, 'আমি কোনও তারকা নই। আমি অতি সাধারণ মানুষ। কিন্তু এই ঘটনা দেখে আমি কী বলব, কী ভাবে এটার ব্যাখ্যা করব আমি জানি না। আমার কোনও ভাষা নেই। এটা কোথায় বাস করছি আমার? আমিও আজ যুবভারতীতে যেতাম। কিন্তু এত শরীর খারাপ লাগছে যে ওষুধ খেয়ে বাড়িতে আছি। মানুষই 🐻পাল্টাতে পারে সব কিছু। সবটা। বিশ্বাস রাখি আমি।'
কে কী বলছেন?
অনিন্দ্যর এই পোস্টে অনেকেই মন্তব্🐲য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'দাদা আপনার কষ্ট আমাদের বুকে লাগছে! ভেঙ্গে পারবেন না সবাই মিলে আন্দোলন জারী রাখতে হবে। এখন ও কিছু ভালো মানুষ পৃথিবীতে বেঁচে আছে।' আরেকজন লেখেন, '💖দাদা, তুমি গিটার ওঠাও, ওটাই তোমার হাতিয়ার। মাথা ঠান্ডা করো এক্তা আগুন গান বাঁধো।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আমাদের প্রতিবাদ থামানো চলবে না যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছি।'
আরও পড়ুন: 'মানু🌠ষের প্রতিবাদ কেবল রাম বাম নেক্সাস?' আরজি কর কাণ্ডে মমতাকে তোপ পরমের, তুলোধোনা করলেন বিরোধীদেরও
প্রসঙ্গত গতকাল ডার্বি ম্যাচ বাতিল করে দেওয়ার পর এদিন𝕴 যুবভারতীর 🔯সামনে ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান ক্লাবের সমর্থকরা প্রতিবাদ জানাতে ভিড় করে। সেখানে বিশৃংখলার সৃষ্টি হয়। সেই প্রসঙ্গেই এদিন অনিন্দ্য এই ভিডিয়ো বানান