অঞ্জন দত্ত মানেই দার্জ🌱িলিংকে নতুন করে চেনা। অঞ্জন দত্ত মানেই প্রিয় বন্ধু, রঞ্জনা আমি আর আস༺ব না। অঞ্জন দত্ত মানেই ম্যাডলি বাঙালি, মাছ মিষ্টি অ্যান্ড মোর। অঞ্জন দত্ত আসলে বাঙালির এক মস্ত নস্টালজিয়া। সদ্যই তাঁর ছবি চালচিত্র এখন মুক্তি পেয়েছে। তার মধ্যেই প্রকাশ্যে আনলেন আরও এক চমক।
আরও পড়ুন: বুদ্ধি - যুক্তি - তক্কো🃏 বাদ, জ্বালাপোড়া গরম𝄹ে ফুরফুরে বাতাস বয়ে আনল জিৎ - রুক্মিণীর ‘বুমেরাং’
কী জানালেন অঞ্জন?
সকলেই জানেন অঞ্জন দত্ত প্রাথমিক জীবনে সাংবাদিক ছিলেন। একই সঙ্গে নাটক করতেন। এবার গান, সিনেমার পর তিনি তাঁর সেই পুরোনো ভালোবাসার কাছে ফিরে যেতে চলেছেন। নতুন ভাবে তিনি নাট🥂কের মঞ্চে আসতে চলেছেন। আর সেই খবর তিনি নিজেই দিলেন।
আরও পড়ুন: 'গায়ে গতরে খাটতে হবে, উইকেন্ডে🐓র অপেক্ষ𓃲া করবেন না, আমরা উন্নত দেশ নই', পরামর্শ সাংসদ কঙ্গনার
এদিন অঞ্জন দত্ত জানান, 'আপনারা নানা জায়গায়ಌ ছড়িয়ে আছেন। কলকাতায় এসে আমার থিয়েটার দেখা সম্ভব নয়। মৃণাল দা কিন্তু চাইতেন আমি থিয়েটারটা না থামাই। তাই এই বছর সিনেমা🐻 আর নয়। থিয়েটার। শেক্সপিয়রের কিং লিয়র.… এই ৭১ বছর বয়সে এসে আবার থিয়েটারে মজা। শেক্সপিয়র আমার জীবনে প্রথম বার, কিং লিয়র।'
কে কী লিখছেন?
এক ব্যক্তি এদিন লেখেন, 'নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকার মতো একটা প্রযোজনা হতে চলেছে🌠।' আরেকজন লেখেন, 'সেলসম্যানের সংসার ছাড়া আর দেখার সুযোগ হয়নি আপনার কাজ দেখার। অপেক্ষায় রইলাম।' তৃতীয় জন লেখেন, 'অনেক অনেক শুভেচ্ছা। কবে এবং কোথায় মঞ্চস্থ হবে অবশ্🧔যই জানাবেন। বাংলাদেশ থেকে দেখতে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব।'
চালচিত্র প্রসঙ্গে
সদ্যই হইচই প্ল্༺যাটফর্মে এবং কিছু নির্দিষ্ট সিনেমা হলে মুক্তি পেয়েছে চালচিত্র এখন। সেখানে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত। অঞ্জন ভূমিকায় দেখা গিয়েছে শাওন চট্টোপাধ♕্যায়কে। ছবিটির পরিচালনা করেছেন অঞ্জন দত্ত।