অসুস্থ অঙ্কুশ। এক্কেবারে বিছানায় শয্যাশায়ী অভিনেতা। নিজের অসুস্থতার কথা নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন অঙ্কুশ। ঠিক কী হয়েছে অভিনেতার?বিছানায় মুখ গুঁজে শুয়ে একটা ছবি পোস্ট করেছেন অঙ্কুশ। যে ছবিতে তাঁর চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অঙ্কুশ জানিয়েছেন, তাঁর গলায় ও বুকে যন্ত্রণা। বুকে কফ জমে যন্ত্রণা হচ্ছিল বলে জানিয়েছেন অভিনেতা। সঙ্গে জ্বরও রয়েছে তাঁর। তবে সোমবার আগের থেকে অনেকেটাই সুস্থ বোধ করছেন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত, নিজের জীবনের নানান কিছু নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় অভিনেতা অঙ্কুশকে। এমনকি আরজি কর কাণ্ড নিয়েও বারবার নিজের মতামত ব্যক্ত করে ফেসবুক,ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছেন অভিনেতা অঙ্কুশ। কিছুদিন আগেই যখন শিয়ালদহ কোর্ট যখন অভিযুক্ত সঞ্জয় রাই-এর নারকোটেস্টের আবেদন খারিজ করে দেয়। তখনও অঙ্কুশ লেখেন, ‘একটি মেয়ের গায়ে হাত দেওয়ার জন্য অনুমতি লাগুক বা না লাগুক। তবে একজন ধৃত আসামীর উপর নারকো টেস্ট করাতে গেলে তার অনুমতি থাকাটা জরুরী। বাহ রে আমাদের আইন।’আবার, নির্যিতাতার পরিবারের সঙ্গে সমব্যাথী হয়ে লিখেছিলেন, ‘আর ভালো লাগছে না, মানুষ হিসাবে জন্ম নিয়ে গর্ব বোধ করব নাকি ঘৃণা বুঝতে পারছি না। মেয়েটির বাবা-মা বলেছেন, ওনারা একটা মেয়ে হারিয়েছেন, কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে পেয়েছেন। এই ভাবনাটি যেন ভেঙে চুরমার না হয়ে যায়।’আবার কখনও লিখেছেন, ‘আশা করব, সমাজ এমন জায়গায় না চলে যায় যে একসময় মানুষ হয়ে জন্মাতে ঘৃণা বোধ হোক। দ্রুত বিচারের আশা করলাম। মনে রাখবেন, যেকোনও মানুষ নিজেকে তখনই শক্তিশালী মনে করেন, যখন সামনের মানুষ দুর্বল হয়ে পড়ে। তাই আর দুর্বল হব না আমরা। লক্ষ লক্ষ সাধারণ মানুষ বিচারের জন্য লড়তে জানে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে জানে। তাদের থেকে হেকে বেশি শক্তিশালী, প্রভাবশালী যে কেউ হয় না, তা দেখানোর সময় এসেছে। অনেক হয়েছে আর না। কিছু অসুস্থ মানুষদের এই সমাজ থেকে সরিয়ে, মেয়েদের জন্য সুস্থ সমাজ তৈরি করতে হবে। ’